জিয়া আহমেদ এর শর্ট ফিল্ম - আহ ১ কোন এক নির্জন শীতের সকাল। মৌন, শান্ত প্রকৃতির অবারিত বিশালতার মাঝে নির্জনতায় একাত্ম পর্বতরাজি ঘন কুয়াশায় আবর্ত। নিজের ভবন যেন ছড়িয়ে গেছে এই অবারিত ভুবনের মাঝে। শীত তার প্রতিপত্তি নিয়ে প্রবল। দূর থেকে কিছু মেঘ ভেসে এসে বারান্দাটা ভিজিয়ে দিল আর মনটাকে সঙ্গী করে নিল। এমন সকালে ধুমায়িত এক কাপ চায়ের মতন কোন কিছুই আর হয়না। আহ ......... ছবিটি সম্পর্কে জিয়া আহমেদ বললেন - গল্প করে করেই কোন পূর্ব পরিকল্পনা ছাড়াই ভিডিও করেছি আর নস্টালজিক অনুভূতি থেকেই এডিট করে বানিয়েছি। আহ নামে আমার একটি সিরিজ করার পরিকল্পনা আছে এবং আহ-২ এর কাজ চলছে। Share on Facebook               Home Page             Published on: 28-Apr-2015 |