bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













২৮শে অক্টোবর /আবু এন এম ওয়াহিদ



আগের অংশ


এর পর তাঁর বক্তৃতায় উঠে এলো এক মিশরীয় উট চালকের কথা। উটের পিঠে চড়ে উটের মালিক একবার এক অনির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। চলার পথে সে যখন বলত, ‘ওয়াও’, তখন উট চলতে শুরু করত, যখন বলত ‘ওয়াও, ওয়াও’ তখন উট দৌড়াত, এবং ‘আমিন’ বলার সাথে সাথে উট থেমে যেত। এ ভাবে যেতে যেতে মরুপথ পার হয়ে উট তার সওয়ারিকে পিঠে নিয়ে এক খাড়া পাহাড়ের ঠিক সামনে এসে থেমেছে। উট চালক আগে খেয়াল করেনি। হঠাৎ চোখের সামনে অপরূপ সুন্দর পাহাড় দেখে উত্তেজনা বশত, চিৎকার করে বলে উঠল, ‘ওয়াও!’ যেই বলা সেই কাজ। ‘ওয়াও’ শুনেই উট লাফ মেরে উড়ে গিয়ে পড়ল পাহাড়ের গায়। সওয়ারি মুহূর্তের মধ্যে উটের পিঠ থেকে ছিটকে পড়ে মারা গেল। এই গল্পের মাধ্যমে কেভিন উপস্থিত শ্রোতাদের বলতে চেয়েছেন, জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য আগেই ঠিক করতে হয় এবং চলার পথে চোখ-কান খাড়া রেখে সাবধানে চলতে হয়। পথের বাধা কত বড় এবং কত বিপদসংকুল হতে পারে তা বিবেচনা করতে হয়। পরিবর্তিত পরিস্থিতিতে সময়মত সঠিকভাবে কৌশল না বদলালে সমূহ বিপদের আশংকা থেকেই যায়।

কর্মস্থলে কেমন সহকর্মী চান, সে বিষয় বোঝাতে গিয়ে কেভিন বললেন, তিনি তাঁর আশেপাশে এমন ভীরু এবং সন্দেহ-প্রবণ কর্মচারী-কর্মকর্তা দেখতে চান না, যারা সাহসিকতার সাথে সিদ্ধান্ত নেয় না, দায়িত্ব নেয় না, কথায় কথায় সব কিছুতে অনুমতি চায়। বরং তিনি এমন লোক চান, যে ভেবেচিন্তে দায়িত্ব সহকারে সিদ্ধান্ত নেয়, বাস্তবায়ন করে, করতে গিয়ে ভুল করে, ভুল থেকে শিক্ষা নেয় এবং ক্ষমা চায়। এ কথার সারসংক্ষেপ তিনি ইংরেজিতে বলেছেন, ‘Don't ask for permission, ask for forgiveness.’ বক্তৃতা শেষে তাঁকে আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন করলাম, যদি ক্ষমা না পান তাহলে কী করবেন? কেভিন জবাব দিলেন, ‘If the act is honest and sincere, and if the apology is humble and genuine, then forgiveness is guaranteed.’

সবশেষে তিনি আরেকটি মজার গল্প শোনালেন। একবার এক ছেলে তার হাতের মুঠোয় ছোট্ট এক পাখি নিয়ে গেল এক বিচক্ষণ ব্যক্তির কাছে। গিয়ে তাঁকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল, ‘বলুন তো আমার হাতের পাখিটি জীবিত না মৃত?’ বিচক্ষণ ব্যক্তিটি সত্যি বিচক্ষণ; তিনি সঙ্গে সঙ্গে ছেলেটার চাতুরী ধরে ফেললেন। তিনি জানেন, তার হাতের পাখিটি জীবিত, কিন্তু সমস্যা হলো, যদি তিনি বলেন, ‘জীবিত’, তা হলে সে আস্তে করে মুষ্টি চেপে পাখিটিকে মেরে ফেলবে। আর যদি তিনি বলেন পাখিটি মৃত, তাহলে সে মুষ্টি খুলে পাখিটিকে উড়তে দিবে। তিনি বললেন, ‘তোমার প্রশ্নের উত্তর তোমারই হাতের মুঠোয়, আমি কী করে বলব’। এ গল্পের শিক্ষা হলো, প্রতিটি মানুষের জীবনের সফলতা ও ব্যর্থতা তার আপন হাতের মুঠোয়। এটা তারই ইচ্ছা, সে হাতের মুষ্টি চেপে জীবন-স্বপ্নকে খুন করবে না মুষ্টি খুলে স্বপ্নটাকে পাখির মতন উড়তে দিবে।

এখানে আরেকটা কথা ভালো করে মনে রাখা দরকার, নিজের জীবন বদলানো যতটা সহজ পরের জীবন বদলানো ততটাই কঠিন। ‘Mind that, to change yourself, you are more powerful than you think and that to change others, you are indeed less powerful than you think.’ এখানে সাধারণ মানুষদের সাথে রাজনীতিবিদদের একটি বড় পার্থক্য ধরা পড়ে। সাধারণ মানুষ নিজের জীবন বদলান এবং রাজনীতিবিদ বদলান জাতির জীবন। যে রাজনীতিবিদ সফল হন, তাঁর উত্তরণ ঘটে রাষ্ট্রনায়কে আর যিনি ব্যর্থ হন, তাঁর ঠিকানা হয় বড়জোর ইতিহাসের পাদটীকায়।

এবার আসি শেষ কথায়। আমার জীবনে ২৮শে আগস্টের তাৎপর্য কী? আর কিছু নয়, ২৮শে আগস্ট আমার জন্মদিন, তবে এখানে একটা ‘কথা’ আছে! এটা আমার সার্টিফিকেট-এ লেখা জন্মদিন; আসলটা নয় । আপনারা যদি জানতে চান, আমার আসল জন্মদিন কবে? তবে আমি বলব, লাখো বাংলাদেশির মতন আমিও জন্মেছিলাম একদিন ঠিকই, কিন্তু দিন-তারিখ জানি না। আরো বলব, আমার সঠিক জন্মতারিখ যত্ন করে তুলে রাখেননি বলে মা-বাবার প্রতি আমার কোনো রাগ-অভিমান নেই, আফসোসও নেই। আর থাকবেই বা কেন? এ জগতে আমি কে? কবি আব্দুল মান্নান সৈয়দের মত করে বলতে গেলে, আমার জীবন বড়জোর বৃষ্টির পানিতে ক্ষণকালের জন্য জন্ম লওয়া একটা ‘বুদ্বুদের মতন!’



লেখক: আবু এন. এম. ওয়াহিদ; অধ্যাপক - টেনেসি স্টেট ইউনিভার্সিটি;
এডিটর - জার্নাল অফ ডেভোলাপিং এরিয়াজ; Email: wahid2569@gmail.com


আগের অংশ







Share on Facebook               Home Page             Published on: 9-Oct-2017

Coming Events:



A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far