bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন



যুক্তরাষ্ট্রে ‘বাংলা টাউন’
সাইফুল আজম সিদ্দিকী




নিউ ইয়র্ক, শিকাগোর মত বড় শহরে ‘চায়না টাউন’ বেশ জনপ্রিয় - চাইনিজ খাবার, রকমারি দোকান, ও চাইনিজদের আবাসন ও কালচারের কারণে। এবার মিশিগান অঙ্গ রাজ্যের গাড়ির শহর ডেট্রয়েট এর হামট্রামিক শহরের একটি এলাকাকে ‘বাংলা টাউন’ নামে ঘোষণ করা হল। মিশিগান রাজ্যের গভর্নর রিক স্নাইডার এই ঘোষণা দেন এবং গত ৭ নভেম্বর ২০১৫, আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে বাংলা টাউনের উদ্বোধন করেন।

বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (BAPAC) নামে একটি সংগঠনের টানা দুই বছরের প্রচেষ্টায় কনান্ট স্ট্রিটের (Connant st, Hamtramck, MI, United States) বাণিজ্যিক এলাকাকে ‘বাংলা টাউন’ হিসেবে ঘোষণা করলো রাজ্য প্রশাসন।

এই নাম করণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটির প্রেসিডেন্ট ড. সফিউল হাসান। এর পর সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এহসান তাকবিম (ববি) সংক্ষিপ্তভাবে আমেরিকায় অবস্থানরত বাংলাদেশিদের জীবনযাত্রা রাজ্যের গভর্নর সহ সকল আগত অতিথি-গনের সামনে তুলে ধরেন। সাধারণ সম্পাদক সৈয়দ শাহেদুল হক জানান, মিশিগান রাজ্যে মোট ৪০ হাজার বাংলাদেশি-আমেরিকানের বসবাস, এরমাঝে এই হামট্রামিক শহরেই বাস করেন বিশ হাজার। অনুষ্ঠান সফল করতে হামট্রামিক শহরের তিন জন বাংলাদেশি আমেরিকান কাউন্সিল মেম্বার মোহাম্মাদ কামরুল হাসান, আনাম মিয়া, ও আবু মুসা অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন।

গভর্নর রিক স্নাইডার তার বক্তব্যে বলেন, "বাংলা টাউন আইডিয়া হবে অন্য শহর ও বিভিন্ন জাতিদের জন্য রোল মডেল। এই পরিবর্তনের অংশীদার হতে পেরে আমি গর্বিত"। পরে গভর্নর আগত দর্শনার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী ফয়সল সাইদ বলেন এ শহরের তিন কাউন্সিল ম্যান বাংলাদেশি। এই ঘোষণা বাংলাদেশি আমেরিকানদের একতাবদ্ধতার এক অনন্য উদাহরণ। ‘বাংলা টাউন’ এর সরকারি ঘোষণা মার্কিন মুল্লুকে বাংলাদেশিদের এক অভাবনীয় সাফল্য।

সংগঠনের আরেক সহ-সভাপতি প্রকৌশলী শফিক বারি (তনু) বলেন, তাদের এই সংগঠনটি মিশিগানের বাংলাদেশি অধ্যুষিত এই এলাকায় আইন শৃঙ্খলা ও নাগরিক দায়িত্ব কর্তব্য, নাগরিক অধিকার বিষয়ে পরামর্শ প্রদান ও বিনা মূল্যে সাহায্য সহযোগিতা করে আসছে।

‘বাংলা টাউন’ ঘোষণায় বাংলাদেশি ছাড়াও স্থানীয় আরব, পোলিশ ও অন্যান্য কমিউনিটি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেট্রয়েট এর মেয়র মাইক ডোগান, হামট্রামিক শহরের মেয়র কারেন মাযেস্কি ও কাউন্সিলরবৃন্দ।



সাইফুল আজম সিদ্দিকী, মিশিগান, যুক্তরাষ্ট্র থেকে





Share on Facebook               Home Page             Published on: 23-Nov-2015

Coming Events:
বৃষ্টির সম্ভাবনার কারণে মেলার তারিখ ১ দিন পিছিয়ে ২১ এপ্রিল ২০২৪ (রবিবার) করা হয়েছে......




A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far