bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন



“তুমি বিনে” অডিও এ্যালবামের মোড়ক উন্মোচন


নাইম আবদুল্লাহ: গত ৫ই সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় লাকেম্বা লাইব্রেরি হলে অস্ট্রেলিয়া প্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী রুহল আমিনের একক অডিও এ্যালবাম “তুমি বিনে” এর মোড়ক উন্মোচন ও মনোজ্ঞ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী কণ্ঠ শিল্পী আতিক হেলাল। বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অমিয়া মতিন, আরফিনা মিতাও খায়রুল আলম।

বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। এরপর আগত অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখেন কণ্ঠশিল্পী রহুল আমিন। প্রধান অতিথি তার বক্তব্যে রহুলের কণ্ঠ, বড়দের প্রতি শ্রদ্ধা এবং বিনয়ের প্রশংসা করে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, ইউরোপ আমেরিকা প্রবাসীদের অডিও এবং ভিডিও এ্যালবাম তৈরির জন্য এখন আর বাংলাদেশে যেতে হয়না। তাঁরা ওখানেই স্বয়ংসম্পূর্ণ। ইনশাআল্লাহ অচিরেই সিডনিতেও আমরা স্বয়ংসম্পূর্ণ হবো। তিনি আরো বলেন, সিডনিতে রাজনৈতিক ও অন্যান্য সংগঠনগুলো অনুষ্ঠানে এতো বক্তা এবং শিল্পীদেরকে আমন্ত্রণ জানান যে, বক্তব্য শুনতে শুনতে দর্শকরা বিরক্ত হয়ে চলে যান। এমনও দেখা গেছে যে দর্শক নেই কিন্তু শিল্পী গান করছেন। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে অনুষ্ঠানে কোন শিল্পীকে পাওয়া যাবেনা।

অনুষ্ঠানের ২য় পর্বে ছোট ছোট সোনামণিরা কবিতা এবং ছড়া পরিবেশন করে। নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী দীপ্র। শেষ পর্বে অডিও অ্যালবাম “তুমি বিনে'র” মৌলিক গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী রহুল আমিন।

স্টার কিডস এবং সিডনি ফুডসের যৌথ প্রযোজনায় আয়োজিত অডিও এ্যালবাম “তুমি বিনে” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী লেখক,সাংবাদিক, সংগীত শিল্পী, রাজনীতিবিদ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে অন্যতম রংধনুর অজ-বাংলা সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি আবদুল মোতালিব, বর্তমান সভাপতি সামসুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব মিয়া, সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া, বিএনপি নেতা রাশেদুল ইসলাম, ড.আব্দুর রহিম, শফিউল্লাহ লিংকন, কৃষিবিদ আবদুল হালিম, মিজানুর রহমান, বাংলাদেশ কমিউনিটি স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী রহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদেশবাংলা২৪ডট কমের সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিন, নবধারা নিউজ ডট নেটের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন, সিডনিবাসী বাংলার সম্পাদক আবদুল মতিন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাবৃন্দকে শিল্পী রুহুল আমিন এবং তার সহ-ধর্মিণী রুমু রুহুল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং হাল্কা আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটির সফল উপস্থাপনায় ছিলেন সুলতানা আক্তার ময়না।

উল্লেখ্য যে, গত ১০ই আগস্ট বাংলাদেশে জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে রুহুল এর অডিও অ্যালবাম “তুমি বিনে” এর প্রথম মোড়ক উন্মোচিত হয়। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউজিক লিজেন্ড প্রখ্যাত সুরকার গাজী মাজহারুল আনোয়ার ও প্রখ্যাত সংগীত শিল্পী সৈয়দ আবদুল হাদী। এছাড়াও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





Share on Facebook               Home Page             Published on: 11-Sep-2015

Coming Events:
বৃষ্টির সম্ভাবনার কারণে মেলার তারিখ ১ দিন পিছিয়ে ২১ এপ্রিল ২০২৪ (রবিবার) করা হয়েছে......




A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far