bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Sydney
সুন্দর ফন্টের জন্য SolaimanLipi ডাউনলোড করে নিন...

টেম্পি বৈশাখী মেলা ২০১৪

আনিসুর রহমান - এবারের টেম্পি বৈশাখী মেলা বৃষ্টির কারণে ১২ এপ্রিল থেকে পিছিয়ে অনুষ্ঠিত হয়েছে গত ১৯ এপ্রিল ২০১৪। ক্রিসমাসের পরে ইস্টার এদেশের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। তারিখ পেছানোর ফলে মেলা পড়লো ইস্টার উপলক্ষে ধার্য চার দিন ছুটির মধ্যে। ফলে বেশ কিছু বাড়তি খরচ হয়েছে মেলা কর্তৃপক্ষের। স্টল বসানো, কাউন্সিল থেকে ময়লা ফেলার বিন সরবরাহ সবকিছুর জন্য দিয়ে হয়েছে প্রায় দ্বিগুণ মূল্য। ছুটিতে বাইরে বেড়াতে যাবার প্রোগ্রাম থাকায় অনেকে স্টল বুকিং দিয়েও পরে প্রত্যাহার করেছেন। এতকিছুর পরেও মেলা প্রাঙ্গণ অন্যান্য বছরের চেয়ে বেশী জমজমাট মনে হয়েছে। অতিরিক্ত গাড়ি পার্কিং এর ব্যবস্থা এর সম্ভাব্য কারণ হতে পারে। মেলা প্রাঙ্গণে ঢোকার আগে হাতের বামে খেলার মাঠেও এবছর পার্কিং এর ব্যবস্থা করা হয়েছিল।
Share on Facebook               Home Page             Published on: 4-May-2014


Coming Events: