bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













সিডনিতে “সূর্য দীঘল বাড়ি” নিয়ে
ব্যতিক্রমধর্মী ‘বিগেস্ট মর্নিং টি’


প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতিচর্চার প্রতি প্রবাসী সমাজের গভীর ভালোবাসার নিদর্শন হিসেবে, বঙ্গজ ফিল্মস সম্প্রতি আয়োজন করে এক ব্যতিক্রমধর্মী ‘বিগেস্ট মর্নিং টি’, যেখানে প্রদর্শিত হয় বাংলাদেশের কালজয়ী চলচ্চিত্র সূর্য দীঘল বাড়ি। এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৩ আগস্ট (রবিবার) সকাল ১০টায়, সিডনির ঐতিহ্যবাহী ১৮ মিন্টো রোডের জমিদার বাড়িতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির পরিচালক ও বিশিষ্ট স্থপতি মসিউদ্দিন সরকার শাকের, যিনি দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেন এবং চলচ্চিত্রের প্রেক্ষাপট ও নির্মাণ ভাবনা তুলে ধরেন।

১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত সূর্য দীঘল বাড়ি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক মাইলফলক। গ্রামীণ জীবনের সংগ্রাম, নারীর অবস্থান এবং মানবিক জটিলতাকে গভীর বাস্তবতায় তুলে ধরার কারণে ছবিটি দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে এবং “কাল্ট ফিল্ম” হিসেবে প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে।


এই মর্নিং টি-আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের জন্য সৃষ্টি হয় এক উন্মুক্ত সাংস্কৃতিক পরিসর, যেখানে বাংলা চলচ্চিত্রের স্মৃতি, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং নতুন প্রজন্মের সঙ্গে শেকড়ের সংযোগ মিলেছে একত্রে।

তানিম আল মিনারুল মান্নান, আয়োজক ও বঙ্গজ ফিল্মস-এর প্রতিনিধি, জানান যে এই আয়োজনের সমস্ত অর্থ ক্যান্সার কাউন্সিল অস্ট্রেলিয়া-র ফান্ডে অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। বঙ্গজ ফিল্মস এবং জমিদার বাড়িও এই মহৎ উদ্যোগে অনুদান প্রদান করেছে।

বঙ্গজ ফিল্মস ভবিষ্যতে এই ধরনের প্রদর্শনী নিয়মিত আয়োজনের পরিকল্পনা করছে, যার মাধ্যমে গড়ে উঠতে পারে একটি ছোট্ট ফিল্ম ক্লাব—বাংলা ক্লাসিক সিনেমা নিয়ে আলোচনা, চলচ্চিত্র বিশ্লেষণ এবং মৌলিক চলচ্চিত্র-নন্দনচর্চার সুযোগ নিয়ে।

এই আয়োজন প্রবাসে বাংলা সংস্কৃতি সংরক্ষণ ও সম্প্রসারণের পথে একটি অনুপ্রেরণাদায়ক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।



যোগাযোগের জন্য:
info@bongozfilms.com
+61 406 063 058
www.bongozfilms.com







Share on Facebook               Home Page             Published on: 11-Aug-2025

Coming Events: