সিডনির অলিম্পিক পার্কের ANZ স্টেডিয়ামে গত ১৬ই এপ্রিল ২০১৬, বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে আয়োজিত হলো একটি অভূতপূর্ব বৈশাখী মেলা। ভেনু'র বিশালত্ব, মানুষের ঢল, নচিকেতার গান আর পথ প্রোডাক্সনস্ এর সৃজনশীল উপস্থাপনা - সব মিলিয়ে অসাধারণ। এমন বিশাল একটি আয়োজন এত সফল ভাবে সম্পন্ন করার জন্য যে দূরদৃষ্টি, যোগ্যতা এবং নিষ্ঠার প্রয়োজন বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার তা আছে। তারা কাজে তার প্রমাণ দিলেন। bangla-sydney.com পক্ষ থেকে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন! দৈর্ঘ্যের কারণে মেলার ভিডিওগুলো একসাথে প্রকাশ করা সম্ভব হচ্ছেনা। উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিওটি প্রকাশিত হলো। পরের অংশগুলোর জন্য এই পাতায় চোখ রাখুন... Share on Facebook               Home Page             Published on: 4-May-2016 |