bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












সুন্দর ফন্টের জন্য SolaimanLipi ডাউনলোড করে নিন...

বাঙালিয়ানা - একটি আধুনিক নৃত্য নাট্য

আনিসুর রহমান - গত ২৬ এপ্রিল সিডনি অলিম্পিক পার্ক বৈশাখী মেলা মঞ্চের প্রধাণ আকর্ষণ ছিলো পথ প্রোডাকসন্স নিবেদিত নৃত্য-নাট্য - বাঙালিয়ানা। একদল প্রতিভাবান তরুণ তরুণী নাচ, গান এবং অভিনয়ের মধ্যদিয়ে তুলে ধরলো বাঙালির ইতিহাস, জীবন এবং সংগ্রাম। সুরেলা কণ্ঠ, প্রাণবন্ত অভিনয়, উপ্সথাপনা শৈলী, আলোক সম্পাত আর অসাধারণ অডিও ভিজুয়াল দিয়ে হাজার হাজার মন্ত্রমুগদ্ধ দর্শকের হৃদয় জয় করেছে পথ প্রোডাকসন্স!

এতে বিভিন্ন ভুমিকায় যারা অংশ নিয়েছেন -

যাত্রাংশঃ - নবাব সিরাজ-উদ-দৌলা – শাওন অরিজিত, বাকের ভাই – জনি তানভীর, মোনালিসা – সামান্তা ইসলাম
গানঃ - পিয়া, শামা, মুনিয়া, মোনা, শ্রেয়া, অজন্তা, টিটো অ্যান্ড সাকিব, ট্রাকঃ টিটো, সমন্বয়ঃ সাকিব
নাচঃ ক্লাসিক্যাল/ফোক/উপজাতীয় - চাদনী, দিতি, চেরী, রত্না, জেসমিন, অনন্যা, এমা, ঋতুপরনা
নাচঃ ফিউশন/আধুনিক - রাজা, স্যাভি সিং, জোজো ওয়ালীয়া, আরসালান খান, রহিত সিং, রাকেশ মণ্ডল, ফ্লাভিয়া নারায়ন, অশিন ইয়াইন, চাদনী, দিতি, চেরী, রত্না, জেসমিন, অনন্যা, এমা, ঋতুপরনা, কোরিওগ্রাফিঃ দিতি ও চাদনী
ফ্যাশান শোঃ - পিয়া, নইমুল, জনি, রাকেশ, ফ্লাভিয়া, শাহজানা, অশিন, এমা, রত্না,সুমন, অজন্তা, সুমাইয়া, রুদ্র, সাব্বির, সাদি, মুনিয়া, আরসালান, স্যাভি, প্রিয়াংকা, মিলি, সানি, কোরিওগ্রাফিঃ পিয়া
নাট্যাংশঃ জমদুত – হাফিজ সাদুল্লাহ, এসিড দগ্ধ মেয়ে – মুনিয়া, বন্যা কবলিত মেয়ে – ভিসওয়া, নুর হোসেন – সাদি, বুদ্ধিজীবি – রাকেশ, ভাষা শহিদ – রুদ্র, পোষাক শিল্প কর্মী – অজন্তা, বাঘ – স্যাভি ও রহিত, গাংচিল – সুমাইয়া, কোরিওগ্রাফিঃ রাজা

মঞ্চ সমন্বয়ঃ - তাসনুভা
অডিও ভিজুয়ালঃ জাফর মুন্না
মেকআপঃ সামরিনা
ফটোগ্রাফিঃ রাসেল আহমেদ
প্রপস এবং দেহাঙ্কনঃ মুনিয়া
সাউন্ড ইঞ্জিনিয়ারঃ এল্ভিন সৌর

প্রোযোজনাঃ বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া
পরিচালনাঃ নাহিদ কামাল ও হাফিজ সাদুল্লাহ









Share on Facebook               Home Page             Published on: 6-May-2014

Coming Events:

Blacktown Money raised so far