হামিদ উদ্দিনঃ সাউথ-ওয়েস্ট সিডনি বাংলাদেশী কমিউনিটির আয়োজনে গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় সিডনির ইঙ্গেলবার্ন লাইব্রেরী অডিটরিয়ামে মহান বিজয় দিবস উদযাপিত হয়। কোন বক্তার স্বাগত ভাষন কিংবা আলোচনাবর্জিত এই আয়োজনটি ছিল কিছুটা ব্যতিক্রমধর্মী। সন্ধ্যার গোধূলি লগ্নে, কথার পংতিমালায়, গানে গানে, সুরে সুরে, হাজার বছরের পরাধীনতা থেকে মুক্তির এই দিন শুধু উৎসবের আমেজেই কাটানো হয়।
শুরুতেই ছিলো সমবেত কন্ঠে জাতীয় সংগীত, তারপর ক্যাম্পবেলটাউন বাংলা স্কুলের শিশু এবং কিশোর কিশোরীদের পরিবেশনা। দেশের গান, বিজয়ের গান, দেশকে ভালোবাসার গান, ছড়ায় আর কবিতায় উদ্ভাসিত হয়ে উঠেছিলো বিজয়ের আনন্দ।
ফারিয়া, লুনিয়ার মধুর কন্ঠে দেশের গান দিয়েই শুরু হয় দ্বিতীয় পর্ব। সাথে ছিলো রুনু রফিকের কন্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের দেশপ্রেমের গান। অথই এর গলায় ছিলো ভিন্নধারার গানের এক অপূর্ব মিশ্রন, দেশের গান, ভাওয়াইয়া, ইংরেজী আধুনিক, জাজ এবং অপেরা।
অনুষ্ঠানের শেষ এবং মূল আকর্ষনীয় পর্বের পরিবেশনায় ছিলো স্হানীয় সংগীত দল লাল সবুজ। মাসুদ মিথুন, রহমান, লুৎফা, সজল, মাহাদী ও নাহিদের অনবদ্য জাগরণের গান, নতুন প্রজন্মের শিল্পি বাপ্পীর কন্ঠে গনসংগীত, লনির মুক্তিযোদ্ধার ডায়েরী ও আমি বীরাঙ্গনা বলছি থেকে অংশ বিশেষ পাঠ, রোমানার কন্ঠের মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আর পুলকের চরমপত্র পাঠ ছিলো নবতর সংযোজন। সর্বোপরি তবলায় সহযোগীতা করেছে সজীব।
Share on Facebook                         Home Page
                            Published on: 13-Dec-2017