|
পুড়ছে পৃথিবী সুতপা বড়ুয়া
দাবদাহে জ্বলছে পৃথিবী। আমাজন, আফ্রিকার পর, এবার নিজের দোরগোড়ায় অঙ্গার! আজ আমার বড্ড ভয় হচছে
আমরা সবাই যেন মডার্ণ ডে নিরোস হ্যা, সেই হঠকারী সম্রাট নীরো। রোম নগরী পুড়তে দেখেও যার বাঁশী বাজানো থামেনি।
অথবা, আমরা বুঝি রবি কবির সেই রাজমহিষী, শীতের রাতে উষ্নতা আনতে একটা গোটা গ্রামই জ্বালিয়ে দিতে বলেছিলেন যিনি!
পরের ঘর পুড়তে দেখে কোন হেলদোল হয়নি আমাদের। একটা রোদসী ইমোজি চেপেই চলে গেছি অন্য খবরে। আজ আমার জন্য কাঁদবে কে?
০৫/১২/২০১৯
|

|
|
 সুতপা বড়ুয়া, সিডনি, অস্ট্রেলিয়া
Share on Facebook               Home Page             Published on: 19-Jan-2020
| | |