bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন



আমাদের গৃহপ্রবেশ
বাংলাদেশ অস্ট্রেলিয়া বুদ্ধিস্ট সোসাইটি



সুতপা বড়ুয়া: গত ২৫শে জুন মিন্টো'র এক সবুজে ঘেরা রাস্তায় ( 23 Haultain Street) বাংলাদেশী বৌদ্ধদের অনেক দিনের স্বপ্ন, তাদের একটি নিজস্ব ঠিকানা হল। ঐদিন আমাদের ধর্মীয় গুরু পূজ্য আদিচ্চা ভান্তের আশীর্বাদ নিয়ে, প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে Bangladesh Australia Buddhist Society (BABS) এর সদস্যদের অনেক উদ্দীপনার ভিতর দিয়ে হয়ে গেলো আমাদের 'গৃহপ্রবেশ'। ইতিমধ্যেই BABS এর সমস্ত সদস্য সদস্যা এবং শুভানুধ্যায়ীদের প্রচুর উৎসাহে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্যে শ্রম দান ও শ্রদ্ধা দান দিয়েছেন অনেকে, তারপরও আরো অনেকটা পথ বাকি, যেতে হবে আরো বহুদূর। আগামী ১০ই জুলাই থেকে পূজনীয় ভান্তে সার্বক্ষণিক ভাবে ওখানে থাকবেন এবং বর্ষাবাস পালন করবেন। পরবর্তীতে মহামানব বুদ্ধের ধর্ম ও দর্শন এবং meditation ক্লাস ছাড়াও আরো অনেক রকম পরিকল্পনা রয়েছে BABS এর।অস্ট্রেলিয়া প্রবাসী সকল শুভানুধ্যায়ী দের আমাদের আমন্ত্রণ রইলো।

যোগাযোগ -
সভাপতি: উদয় শঙ্কর বড়ুয়া মহোদয় - 0414 600 519 এবং
সাধারণ সম্পাদক: স্বদেশ বড়ুয়া মহোদয় - 0425 000 131






Share on Facebook               Home Page             Published on: 10-Jul-2016

Coming Events: