bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন



সুতপা বড়ুয়া'র দু'টি কবিতা



'তোমাকে দিলাম'

আমার আকাশ আমি তোমাকে দিলাম।
সেখানে সাজানো আছে আমার সমস্ত সুখ,
আমার স্বপ্নসমুহ।
মেঘ আর তারার ভাঁজে ভাঁজে সযত্নে গেঁথে রেখেছি সেসব,
তুমি খুঁজে নিও।
আর বৃষ্টি? তাও তোমারি জন্য।
তুখোড় বৃষ্টির তোড়ে গা ভিজলে বুঝবে
ওটা আমারই ভেজা চুলের ঝাপটা।

দমকা ঝড়ো হাওয়ার সাথে উড়িয়ে দিয়েছি আমার যাবতীয় হাহাকার,
শীতের কুয়াশায় মিশে আছে বুঝি আমার বিষণ্ণতাও।
ওসব নাহয় নাইবা নিলে . . .
কিন্তু চৈত্রের খর তাপে যখন পুড়বে চরাচর,
তোমার কি মনে পড়বে এ জীবনে Pencil sketch by Aakash Ramesh
যে কয়েকবার আমাকে রাগতে দেখেছো?
আর সকালের ঝলমলে রোদ?
ওর সঙ্গে যে লেগে রইবে আমার নাক-ফুলের
কুঁচি হীরের ঝিলিক!

কুটো কাটা নিয়ে কোনো পাখিকে যখন ব্যস্ত হ'তে দেখবে,
ভাববে কি, আমারও যে খানিকটা ঐরকমই অভ্যেস ছিল?
জানিনা তোমাকে আর কী বা দেব . . .
পাখি, রোদ, মেঘ, বৃষ্টি, কুয়াশা, আকাশ,
স - ব
সব তোমাকে দিলাম।

তুমি কুড়িয়ে নিও, নয় উড়িয়ে দিও।

৮/জুলাই/২০১৫





বৃষ্টি বিষয়ক ছড়া


বৃষ্টিপাতের ১ম দিন:

ঝির ঝির টুপ টাপ ঝরছে তো ঝরছে
বৃষ্টির শিঞ্জিনী মন ভালো করছে।


২ দিন পর:

পর পর দুই দিন, কবিতাও লিখলাম,
এরপরও ঝরে যদি, বলি, 'বাছা ওরে থাম!'


একটানা ৪ দিন বৃষ্টিপাতের পর:

তিনদিন, চারদিন ঝুপ ঝাপ বৃষ্টি,
আর তো পারিনা বাবা, একি অনাসৃষ্টি !

১৮/জুন/২০১৫





সুতপা বড়ুয়া, সিডনি







Share on Facebook               Home Page             Published on: 11-Jul-2015

Coming Events:





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far