bangla-sydney













আমার কবিতার জন্যে
সুতপা বড়ুয়া



মহাদেব সাহার এই কবিতা পেলাম কিছুক্ষণ আগে। ভীষণ ভালো লাগায় মন ভরিয়ে নিয়ে নেমে পড়লাম অনুবাদ করতে। কবিতা অনুবাদ করা সহজ নয় মোটেই, কারণ মূল ভাষার ভাব-ব্যাকুলতা অনূদিত ভাষায় সবসময় সমান ভাব-মূর্ছনা বজায় রাখতে পারে না। তবু চেষ্টা করেছি। আমার ভালো লাগা তোমাদের মাঝে ছড়িয়ে দিতে না পারলে সে আমারই ব্যর্থতা।


“আমার কবিতার জন্যে” – ॥মহাদেব সাহা॥

আমি কবিতা লিখবো বলে এই আকাশ
পরেছে নক্ষত্রমালা,
পরেছে রঙধনু-পাড় শাড়ি, অপরূপ চন্দ্রহার
নদীর গহনা পরে আছে গ্রামগুলি,
শুধু আমি কবিতা লিখবো তাই এই প্রকৃতি
পরেছে পুষ্পশোভা,
কানে পরেছে ফুলের দুল, হাতে ঝিনুকের চুড়ি।
মন হুহু-করা এমন উদাস বাতাস, এমন
স্নিগ্ধ বৃষ্টিধারা
এই ঝর্নার মুখর গান, ফুলের সৌরভ
কেবল আমার কবিতার মধ্যে, আমি কবিতা
লিখবো তাই।
আমি কবিতা লিখবো বলে ঘাসে এমন
শিশির মুক্তো
গাছের পাতায় এই ঘন সবুজ রঙ-
রাজহাঁসগুলির এমন আলতা-পরা পা,
শাদা বকের পাখার মত এই নদীর জল
ফাল্গুনে এমন অগ্নিবর্ণ পলাশ-শিমুল;
আমি কবিতা লিখবো বলে মাছের দুচোখ
এমন রহস্যময়,
জলের শুভ্রতা এমন হৃদয়গ্রাহী।
আমি কবিতা লিখবো তাই শূন্যতার নাম আকাশ
জলের বিস্তারের নাম সমুদ্র,
গাছপালা, জঙ্গলের নাম অরণ্য
জলরেখার ভালো নাম নদী;
আমি কবিতা লিখবো বলে -
এই আকাশ ও প্রকৃতি জুড়ে
এতো সাজসজ্জা, এতো আয়োজন,
চিরবসন্তোৎসব।
“Just For My Poem” a translation by Sutapa Barua

The sky is wearing stars in anticipation of my poem
It is wearing a saree with a rainbow border
and an exquisite moon pendant.
Even mundane villages have dressed up with river necklaces,
and nature has put on floral ornaments
Just because I shall be writing poetry!

She wears flowers in her ears
and sea-shell bangles adorn her arms
A pensive wind that makes one brood, soothing rain,
fragrant flowers and fountains that speak volumes...
Only in my poetry!

As I will write poetry, so
Dewdrops sparkle like pearls
The deep dark green of the grass,
'Aalta' colored feet of the geese,
Rivers glistening like the white Aigrette wings,
'Falgun' ablaze with 'Polash' and 'Shimul'
Mystery deepens in the eyes of fish
Only because I will write poetry!

Emptiness gets a new name, 'Sky'!
Ocean is just another word for an expanse of water
Trees and forests get called 'Woodlands'
A water line has a fancy new name, 'River'
The sky and nature bedeck themselves in such grandeur
As if it is a 'Spring Festival' forever
Just for my poetry.








সুতপা বড়ুয়া, সিডনি, অস্ট্রেলিয়া




Share on Facebook               Home Page             Published on: 25-Jun-2024

Coming Events: