সিডনীতে মঞ্চায়িত ‘কিত্তনখোলা’ নাটকের শিল্পী ও কলাকুশলীদের পুনর্মিলনী কাজী সুলতানা শিমি
 ২৬ জুলাই, শনিবার সন্ধ্যায় সিডনীর মিন্টোতে ‘জমিদার বাড়ি’ নামক এক বাংলাদেশী রেস্তোরায় প্রবাসী নাট্য-সংগঠন “সখের থিয়েটার”, সিডনীর ব্যাংকসটাউন ব্রয়ান ব্রাউন থিয়েটারে মঞ্চায়িত ‘কিত্তনখোলা’ নাটকের কলাকুশলীদের পুনর্মিলনী আয়োজন করে। নাট্যাচার্য সেলিম আল দীনের রচিত মঞ্চনাটক “কিত্তনখোলা”র পুনঃ প্রযোজনা ও পুনর্মিলনী আয়োজনটি ছিল সখের থিয়েটারের এক আন্তরিক মিলন-মেলা। প্রারম্ভিক আয়োজনে আগত অতিথিদের পেঁয়াজু ও চা দিয়ে আপ্যায়িত করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশে মাইলস্টোন স্কুলে সংঘটিত মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে নিহত ও আহতদের স্মরণে নীরবতা পালন এবং শোক প্রকাশ করা হয়। এরপর নাটকের অভিনেতা শাকিল চৌধুরীর সঞ্চালনায় নাটকের কলাকুশলীদের নাটক নিয়ে স্মৃতিচারণ ও রিহার্সাল অভিজ্ঞতা শেয়ার পর্ব শুরু হয়। পাশাপাশি “কিত্তনখোলা” নাটকটির পরিচালক ও নাট্য-ব্যক্তিত্ব শাহীন শাহনেয়াজ নাটকের কলাকুশলীদের সাথে দর্শকদের পরিচয় করিয়ে দেন এবং নাটক মঞ্চায়ন কালে কলাকুশলীদের পরিশ্রম ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান।
পুনর্মিলনী অনুষ্ঠানে কলাকুশলী ছাড়াও নাট্য আলোচনায় অংশ নেন সিডনির শিল্প-সংস্কৃতি অঙ্গনের আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে “কিত্তনখোলা” নাটকের একজন শিল্পী ও ক্যান্টেরব্যারি ব্যাংকসটাউন সিটি কাউন্সিলর শিরিন আক্তার মুন্নীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।
প্রবাসে নাট্যচর্চা প্রসঙ্গে ‘সখের থিয়েটারের কর্ণধার শাহীন শাহনেয়াজ বলেন, এই মিলন-মেলা শুধু একটি নাটকের পুনর্মিলনী নয়, এটি বাংলা নাটকের প্রতি আমাদের ভালোবাসা ও দায়বদ্ধতার প্রকাশ। আমরা ভবিষ্যতে আরও নাট্য প্রযোজনা ও নাট্যশিক্ষামূলক কাজ করার আশা পোষণ করছি। এরপর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে কেক কাটা হয়।
নৈশভোজ শেষে সিডনির স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। উপস্থিত কমিউনিটির সাংস্কৃতিক বিশিষ্টজন প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে এবং নতুন প্রজন্মকে নাট্যচর্চায় উদ্বুদ্ধ করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন।

কাজী সুলতানা শিমি, সিডনি
|