bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












সুন্দর ফন্টের জন্য SolaimanLipi ডাউনলোড করে নিন...


নৈতিক মূল্যবোধে সেলফি ও নারসিসিজম
কাজী সুলতানা শিমি


সমাজের নানা ক্ষেত্রে নৈতিক মূল্যবোধ ও সামাজিক অবক্ষয় নিয়ে আজকাল সবাই খুব উৎকণ্ঠিত। এই উৎকণ্ঠা শুধু বলাবলি ও লেখালেখিতেই সীমাবদ্ধ রেখে আসলে কি কোন পরিবর্তন আনা যায়! ব্যক্তি বিশেষের একক পরিবর্তন ও প্রচেষ্টা থেকে সামগ্রিক একটা পরিবর্তন হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আজকাল শুধু সেলফি আর নারসিসিজম এর ছড়াছড়ি। এসব মাধ্যমগুলো কিভাবে আমাদের সামাজিক মানুষে রূপান্তরিত করছে তা চিন্তার বিষয়। সেলফি মানে আমি আর আমিত্ব। তাই সেলফি মূলত আত্ম–প্রচার। সেলফি তে আত্ম-প্রচার যেন এখন প্রতিযোগিতায় পরিণত হয়েছে। সেলফি শব্দটি সকলের কাছেই অতি পরিচিত, নারসিসজম হয়তো তেমনটা পরিচিত নয়। তাই নারসিসিজম সম্পর্কে একটু সাধারণ ধারণা তুলে ধরাটা যুক্তিযুক্ত মনে হচ্ছে।

গ্রিক পৌরাণিক উপকথায় নারসিসজম’ মানে হচ্ছে আত্ম-প্রেম। নারসিসাস থেকে নারসিসিজম শব্দটির উৎপত্তি। নারসিসাস ছিল সেই সময়কার সবচে রূপবান পুরুষ। নদীর দেবতা ও জল পরী লিরিওপির পুত্র নারসিসাস ছিল শিকারি। নারসিসাস রূপবান হওয়ায়, এতো বেশী দাম্ভিক ছিল যে কোন মানুষকেই সে গ্রাহ্য করতো না। মানুষ কে মানুষ বলে গণ্য করতনা। সে নিজেকে ছাড়া কাউকেই ভালবাসত না। কেউ তাকে ভালবাসার কথা বললে সে তাকে রীতিমত অপমান করত। নারসিসাস এর সেই ঔদ্ধত্য আচরণ এতোটাই সীমা হীন ছিল যে দেবদেবী কেও সে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করল। তখন তার আচরণে অতিষ্ঠ হয়ে গ্রিক অদৃষ্টের দেবী নেমেসিস তাকে শাস্তি দেয়ার পরিকল্পনা করল।

একদিন সে নারসিসাস কে ভুলিয়ে ভালিয়ে এক হ্রদের ধারে নিয়ে গেল। হ্রদের ধারে গিয়ে পানিতে নারসিসাস তার নিজের ছায়া দেখতে পেল। নিজের ছায়া দেখা মাত্র নারসিসাস তার প্রেমে পড়ে গেল। নিজের ছায়াকে ভালবেসে অধীর আবেগে নারসিসাস হ্রদের পানিতে ঝাপ দিল। অতল পানিতে ডুবে তার মৃত্যু হল। সেই থেকে নারসিসিজম মানে আত্ম-প্রেম। পৌরাণিক নারসিসিজম’ই আজ আধুনিক সমাজে সেলফি। এই যে যখন তখন যেখানে সেখানে সেলফি তুলতে ব্যস্ত সবাই এটা কি ঠিক? বিষয়টি নিয়ে ভাবার সময় হয়েছে মনে হয়। পুরানো ফ্যাশন যেমন নতুন করে ফিরে আসে ব্যাপারটা অনেকটা তাই। অহং-বাদ বা Egoism হোল আমি’ এবং আমিত্ব’বাদ। আজ সেলফি’ হোল সেই আমিত্ব বা আমি’র বাস্তবতার প্রতিরূপ। শুধু নিজ আর নিজেকে নিয়েই আজ সবাই ব্যস্ত। এই আমি আর আমিত্ব মূলত এক ধরণের আত্মকেন্দ্রিকতা। আজ জীবনে স্থিরতা বলে কিছু নেই। চলছে একের সঙ্গে অন্যর অসুস্থ প্রতিযোগিতা আর অন্তহীন ইঁদুর দৌড়। আমি আর আমিত্ব হল সেই অসুস্থ প্রতিযোগিতার মুল কারণ। তবে সমস্যা হোল সবকিছু বুঝেও কেউ এ থেকে সরে আসছেনা।

একটা বাস্তব ঘটনা বলি। কাজ থেকে ফিরছিলাম। তখন বাজে তিনটা। আমার গাড়ী রেড সিগন্যালে দাঁড়ানো। একজন পথচারী রাস্তা পার হচ্ছে। এর মধ্যে সিগন্যাল গ্রিন হয়ে যাওয়ায় আমার বাম দিক থেকে দ্রুত গতিতে আসা আরেকটা গাড়ী সেই পথচারীকে ধাক্কা দিল। পথচারী রাস্তায় পরে গেল। মধ্য রাস্তায় পড়া অবস্থায় দেখি সে সেলফি তুলছে। আমি হতবাক। এর মধ্যে যে ব্যক্তি তাকে ধাক্কা মারে সে ও গাড়ী পার্ক করে নেমে আসে। রাস্তায় পড়ে থাকা ব্যক্তির সেলফি তোলা দেখে সে ও তার মোবাইল বের করে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। মানুষের মস্তিষ্ক সেলফি’তে কতটা অভ্যস্ত হয়ে গেছে যে কঠিন পরিস্থিতিতেও বিচলিত না হয়ে সেলফি তোলার কথাই মনে পড়ে সবার আগে! এক্সিডেন্ট এর পর সেলফি তোলার হয়তো অন্য কারণ থাকতে পারে তবুও ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক মনে হয় না।

শুধু আমি আর আমিত্ব -এই অহংবোধের কারণে মানুষে মানুষে বাড়ছে দূরত্ব। এক সময় প্রবাদ ছিল - আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কিন্তু আজ ঘটছে তার ঠিক উল্টো। অন্যদের প্রশংসা করার সুযোগ না দিয়ে নিজেই নিজের প্রশংসায় মত্ত মানুষ। কিন্তু এভাবে আর কতো দিন!




কাজী সুলতানা শিমি, সিডনি - দার্শনিক ও গবেষক






Share on Facebook               Home Page             Published on: 11-Jun-2015

Coming Events:





A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far