“বন্ধুর সাথে পড়ি, সুন্দর সমাজ গড়ি” পড়ুয়ার আসরের বর্ষপূর্তি অনুষ্ঠান
 কাজী সুলতানা শিমিঃ গত ৬ইমে শনিবার পড়ুয়ার আসরের বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে ম্যকুয়ারি লিঙ্ক গলফ ক্লাবের কমিউনিটি হল রুমে। বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার প্রয়াসে সমমনা কিছু বন্ধু মিলে শুরু করেছিলো “পড়ুয়ার আসর” নামে একটি নিয়মিত বই পড়ার আসর। নিতান্তই আটপৌঢ়ে পরিবেশ আর একান্তই ঘরোয়া আয়োজনে বন্ধুরা মিলে নিয়মিত বই পড়ার আয়োজনটি সময় গড়িয়ে এক বছর পরিপূর্ণ হয়ে যাওয়ায় আরও কিছু লেখক, পাঠক এবং সমমনা শুভার্থীদের সাথে ভাগ করে নেয়ার প্রয়াসে এই বর্ষ পূর্তির পরিবেশনা। অনুষ্ঠানটির তিন পর্বের ছকে প্রথম পর্বে ছিল নিয়মিত সদস্যদের “মা, ও মাতৃভূমি” নামে একটি গীতি আলেখ্য উপস্থাপন। সঞ্চালনায় রোকেয়া আহমেদ ও নাসরিন মোফাজ্জল, পাঠে পারভিন, আজিজা, নুরুন্নাহার ও তাদের প্রিয় বন্ধুরা আর গানে রুমানা ফেরদৌস, রাণী নাহিদ, রুনু রফিক এবং তবলায় সাকিনা অনুষ্ঠানটির মুগ্ধতা ধরে রেখেছিলো। দ্বিতীয় পর্বে ছিলো সিডনিতে বসবাসরত লেখালেখির সাথে সম্পৃক্ত সুধী-জনদের নিজ বই থেকে পাঠ ও কথা বলা, এতে পাঠ ও কথা বলেন ড. আব্দুর রাজ্জাক, অজয় দাস গুপ্ত, কাজী সুলতানা শিমি, কাজী আলি, আশীষ বাবলু, আবু সৈয়দ আবদুল্লাহ এবং আবু সাইদ। শেষ পর্বে ছিল স্থানীয় শিল্পীদের নিজস্ব পরিবেশনা।
রোকেয়া আহমেদ এর পরিকল্পনা এবং নাসরিন মোফাজ্জলের সার্বিক তত্ত্বাবধান ছাড়াও পড়ুয়ার আসরের সকল সদস্যদের আন্তরিক সহায়তায় বর্ষপূর্তি অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। দর্শকদের মতে লেখক ও সুধী জনদের তাদের প্রকাশনা থেকে পাঠ করে শোনানোর পর্বটিতে নতুনত্ব ছিল। লেখক, পাঠক ও পড়ুয়াদের এমন সমাবেশ সিডনিতে এর আগে কখনো অনুষ্ঠিত হয়নি। অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।


|