bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন



সিডনিতে বি এন পি অস্ট্রেলিয়া আয়োজিত
ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা


কাজী সুলতানা শিমিঃ গত ১০ই জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়ার সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হল রকডেল কস্তূরী ফাংশন সেন্টারে। স্থানীয় বি এন পি সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬ টায়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া আহবায়ক জনাব রুহুল আহমেদ এবং সভাটি পরিচালনা করেন জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া সদস্য সচিব জনাব মোঃ আবুল হাছান। অতিথি ছিলেন, মনিরুল হক জজ সাবেক সভাপতি, আলহাজ্ব লুতফুল কবির সাবেক আহবায়ক, সোহেল মাহমুদ ইকবাল, জাকির আলম লেনিন সাবেক সদস্য সচিব।



অনুষ্ঠানের শুরুতে বক্তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে বিরতির পর তুমুল বাক-বিতণ্ডা ও বিরোধিতার মুখে নতুন কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন ডাঃ আব্দুল ওয়াহাব। কোন প্রার্থীর নাম প্রস্তাব বা ঘোষণা করা ছাড়াই যারা বিরোধিতা করেছেন তারা সভাস্থল থেকে বেরিয়ে যান। অন্য কোন প্রার্থী না থাকায় ডাঃ আব্দুল ওয়াহাব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটির আহবায়ক নির্বাচিত হন। নতুন সদস্য সচিব নির্বাচিত হন মোঃ ফেরদৌস অমি।

অন্যান্য যারা উপস্থিত ছিলেন তারা হলেন: ফারুক আহমেদ বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির, ডা. জাহিদুল ইসলাম, ফজলুল হক শফিক, এড. মোবারক হোসেন, ইলিয়াস কাঞ্চন শাহিন, তৌহিদুল ইসলাম, আব্দুস সাত্তার, আব্দুল বারেক মিয়া, সাহেদ পারভেজ, ফরিদ আহমেদ, আব্দুল মালেক মানিক, আব্দুল মতিন উজ্জ্বল, আহসানুল হক ইসমাইল, আশিকুর রহমান সেলিম খান মুকুল, মিতা কাদরী, হাবিবুর রহমান, জাহাংগীর আলম, আশরাফুল আলম রনী, মাসুদুর, এস এ বুলবুল, তানভীর আলম রিয়াদ, মাহাদী হাসান শুভ, ইয়াছিন আরাফাত অপু, কামাল হক শিকদার মাহবুব, তাইজুল ইকবাল, শামিম সহ অন্যান্যরা।

উল্লেখ্য যে, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার তিন মাসের অন্তর্বর্তীকালীন অস্থায়ী কমিটি। একটি শক্তিশালী বি এন পি’ অস্ট্রেলিয়া দল গঠন করার লক্ষে এটি বি এন পি’র অন্যান্য অঙ্গ-সংগঠন গুলোকে গত এক বছর যাবত একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নবগঠিত দলকে অভিনন্দন জানিয়ে বর্তমান আহবায়ক জনাব রুহুল আহমেদ সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।





Share on Facebook               Home Page             Published on: 22-Jul-2016

Coming Events: