bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













আবক্ষ মূর্তিটি নেই!
কাজী সুলতানা শিমি


আইন বিষয়ে মাস্টার্স করার জন্য মার্চ মাস থেকে আমি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্যারাম্যাটা সাউথ ক্যাম্পাসে ক্লাস করতে আসি। এই ক্যাম্পাসে স্কুল অফ ল ডিপার্টমেন্টের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ মূর্তি ছিল। ২০১৭ সালে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক মূর্তিটি উদ্বোধন করেছিলেন।

আজ সোমবার সকাল নয়টার ক্লাস শেষে স্কুল অফ ল এর সামনে দিয়ে যাবার সময় অবাক হয়ে দেখলাম ডিপার্টমেন্টের সামনে আবক্ষ মূর্তিটা নেই! গত সপ্তাহেও ছিল কিন্তু আজ নেই। বেশ চমকে গেলাম! উধাও হয়ে যাবার কি কারণ হতে পারে ভেবে পাচ্ছি না। জুলাই আন্দোলনের সময় দেশে ছাত্র-জনতা বঙ্গবন্ধুর বেশ কিছু মূর্তি ভেঙ্গে ফেলেছে কিন্তু অস্ট্রেলিয়ায় তো এমন কিছু ঘটার সম্ভাবনা নেই। তাহলে মূর্তিটা গেল কোথায়! এমন ভাবে সরিয়ে ফেলা হয়েছে, দেখে কেউ বুঝতেও পারবেনা যে এখানে কনক্রিটের ঢালাই দেয়া স্তম্ভের উপরে একটা পাথরের মূর্তি ছিল। ক্লাস নেবার পর শিক্ষক সুজানা ডিপার্টমেন্টে নিজ রুমে যাবার সময় আমাকে দেখে জিজ্ঞেস করলো কি ব্যাপার, কোন কিছু লাগবে? আমি জিজ্ঞেস করলাম, এখানে যে একটা আবক্ষ মূর্তি ছিল সেটা কোথায় গেলো কিছু জানো? উত্তরে বলল, তাইতো কোথায় গেলো, কি হলো আমিতো কিছু জানিনা।

প্রসঙ্গতঃ গতবছর ২০২৪ এর মে মাস থেকে আমি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে দেশে ছিলাম। সরকার পরিবর্তনের আন্দোলনের সময় আমি সশরীরে ঢাকায় উপস্থিত ছিলাম। সেসময় শিক্ষকতার অংশ হিসেবে আমার ছাত্র-ছাত্রীদের সাথে নানা বিষয় আলোচনা হয়েছে। পরে সরকার পরিবর্তন ও বিরূপ পরিস্থিতির প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর মূর্তি ও নানা স্থাপনা ভাঙা হয়েছে। সিডনি ফেরার পর আইন বিষয়ে পড়া শুরু করতেই এক মাসের মাথায় ঠিক আইন ডিপার্টমেন্টের সামনে মূর্তিটাও সরিয়ে ফেলা হলো। ঢাকায় মূর্তি ভাঙ্গা আর অস্ট্রেলিয়ায় ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির মূর্তি সরানোর সাথে কোন সম্পর্ক আছে কিনা আমার জানা নেই। তবে মূর্তিটা নেই এবং তা কেনই বা সরিয়ে ফেলা হলো এ নিয়ে ধোঁয়াশা রয়েই গেলো!





কাজী সুলতানা শিমি, সিডনি





Share on Facebook               Home Page             Published on: 24-Mar-2025

Coming Events: