bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












সুন্দর ফন্টের জন্য SolaimanLipi ডাউনলোড করে নিন...


সিডনিতে শুভমিতার সঙ্গীত-সন্ধ্যাঃ
‘সুরের বন্যা নাচে’


ডেস্ক রিপোর্টঃ বাংলা গানের জগতের উজ্জ্বলতম তারকা শুভমিতা ব্যানার্জী পাঁচ সদস্যবিশিষ্ট টিম নিয়ে অস্ট্রেলিয়াতে গান গাইতে আসছেন। বর্তমানে এই কণ্ঠশিল্পীর জনপ্রিয়তা আকাশচুম্বী এবং দুই বাংলার শ্রোতাদের মাঝে তাঁর গান ব্যাপকভাবে সমাদৃত।

এবারের সিডনি সফরকালে তিনি পরিবেশন করবেন -

“সুরের বন্যা নাচে” শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

তারিখ - ১২ সেপ্টেম্বর ২০১৫, (শনিবার)
স্থান - Orion Function Centre, Campsie


অনুষ্ঠানের নামটি নেয়া হয়েছে শুভমিতার একটি নতুন অ্যালবাম থেকে। এই অ্যালবামে ১০টি গান আছে যার গীতিকার ও সুরকার সিডনি প্রবাসী ইঞ্জিনিয়ার খন্দকার জাহিদ হাসান। শুধু লেখা এবং সুর করাই নয় গানগুলির সার্বিক বাদ্য রচয়িতা ও সামগ্রিক বাদক হিসেবেও তিনি ভূমিকা রেখেছেন। এই অ্যালবামে শুভমিতা ব্যানার্জী আটটি একক ও দুটি দ্বৈত সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন। অনুষ্ঠানে স্বয়ং শুভমিতা ব্যানার্জী তাঁর জনপ্রিয় গান পরিবেশন ছাড়াও এই অ্যালবামটির রিলিজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।


“সুরের বন্যা নাচে” শিরোনামের এই মিউজিক অ্যালবামটির দুটি ভার্শন আছে, অডিও এবং ভিডিও। ভারত, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার এক ঝাঁক উচ্ছল ভিডিও তারকার সমন্বিত প্রচেষ্টার ফসল এই গানের অ্যালবাম। এতে থাকছে বৈচিত্র্যময় পাঁচটি অবিনশ্বর প্রেমের গান, দুটি মনোমুগ্ধকর নাচের গান, একটি প্রার্থনা সঙ্গীত, একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী-ভিত্তিক সঙ্গীত এবং আদম-হাওয়ার অমর উপাখ্যান-ভিত্তিক একটি সঙ্গীত। অ্যালবামটি অনুষ্ঠান থেকে ক্রয় করা যাবে।

অনুষ্ঠানটির আয়োজক “সুর ইভেণ্টস্‌”, যার প্রতিষ্ঠাতা সুমন সাহা। কলেজ জীবনে তিনি ঢাকা নটর ড্যাম কলেজের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সুবর্ণ জয়ন্তীর আয়োজক কমিটির সদস্য ছিলেন। গত ২০১২ সালে সিডনিস্থ ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস প্রাঙ্গণে তিন দিনব্যাপী অনুষ্ঠিত সংগীত উৎসবের প্রধান আয়োজকদের মধ্যে সুমন সাহা ছিলেন অন্যতম। এ অনুষ্ঠানে ভুপিন্দর সিং, মিতালী সিং, ঊষা উথুপ, রুনা লায়লা, শ্রীকান্ত আচারিয়া, রেজোয়ানা চৌধুরী বন্যা, রুপম ইসলাম এবং অনেক স্থানীয় শিল্পীরা অংশ গ্রহণ করেন। অতি সম্প্রতি ২৫ এপ্রিল ২০১৫ লিভারপুলের হুইট্‌লাম সেন্টারে “সুর ইভেণ্টস্‌”-এর উদ্যোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী ঊষা উথুপের একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয় এবং প্রায় ১৪০০ দর্শক–শ্রোতার সমাগমে অনুষ্ঠিত সেই বিশাল কনসার্ট “সুর ইভেণ্টস্‌”-এর জন্য এক বিরাট সাফল্য ও সুনাম বয়ে নিয়ে আসে।






Share on Facebook               Home Page             Published on: 25-Jun-2015

Coming Events:



A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far