|
স্বপ্নের ফেরিওয়ালা সূর্য কিঙ্কর মজুমদার
যখন একলা ঘরে বসে থাকি বন্দী পাখির মত তখন উন্মুক্ত নীলাকাশের নির্ভীক আহ্বানে মন খারাপের বায়না ধরে খাঁচায় বন্দী মন; উচ্ছ্বাসের শিরদাঁড়ায় সংবদ্ধ হয় বিষাদের ঘন কালো মেঘ সকালের বারান্দায় ভর করে দুপুরের আলস্যের অশনি সংকেত নিঃশ্বাসের পাশে বাঙ্ময় হয় নিরবতার লজ্জিত আবরণ।
আমার ফেরারি মন স্মৃতির চোরাবালিতে নিজেকে হারিয়ে খোঁজে শৈশবের রূপকথার গল্প শোনার দিনগুলি, ভুলে যাওয়া সুর প্রজাপতির ডানায় ছেলেবেলার নিষ্পাপ স্বপ্নের অঙ্কুর সুখ-দুঃখে সম্পৃক্ত মুহূর্তগুলি জীবনের আহ্নিক গতিতে; মানসপটে পুরনো স্মৃতির ট্রামটি নীল কুয়াশার আঁধারে বিলীন হয়ে যায় চৌরাস্তার কোনে জরাগ্রস্ত প্রাচীন ডেপোতে।
স্বপ্নের মরীচিকা মনের শরীর বেয়ে ক্রমশ চিন্তার জাল বুনে চলে ঘড়ির কাঁটার হাত ধরে মনের অজান্তেই সুপ্ত বাসনাগুলি বেগমান হয় ইচ্ছে করে যাদুর কাঠি ঘুরিয়ে ফিরে পাই আবার সেই দুরন্ত শৈশব আর ফেলে আসা ছেলেবেলার রকমারি খেলার আসর - কানামাছি, ডাংগুলি, গোল্লাছুট, ভরা পুকুরে ডুবসাঁতার নীলাকাশের সীমানায় অলস শঙ্খ চিল আর ঘুড়ির বাসর।
জীবনের অ্যালবাম ঝিনুকের মতো অকস্মাৎ খুলে দেয় শৈশবের অবিস্মরণীয় স্মৃতিবিজড়িত দিনগুলির সিংহদ্বার নৈঃশব্দ্যের রাজপথে স্বপ্নের মিছিল ক্রমশ সোচ্চার হয়ে মিলিয়ে যায় ঝাপসা কুয়াশা ভেঙ্গে ভোরের রক্তরাগে; ফেলে আসা জীবনের ফসলি জমিগুলি দিগন্ত জুড়ে অনবদ্য বোবা সাক্ষী হয়ে মিশে থাকে অন্তহীন অনুরাগে।
বদ্ধ ঘরে চিন্তার ফানুস উড়াই সুদূর আকাশে - নতুন ইচ্ছে জাগে আজ থেকে হাজার বছর পরে রেখে যাওয়া আমার চেনা-জানা এই পৃথিবীতে আবার আসব ফিরে প্রিয় ধানসিঁড়ি নদীর তীরে হাজার গ্রীষ্ম-বর্ষা-শীত-বসন্ত পেড়িয়ে বিস্ময়কর এক অচেনা পৃথিবীতে - নতুন পরিচিতে।
সিডনি, ২৩শে অগাস্ট ২০২১
|
 ড. সূর্য কিঙ্কর মজুমদার, সিডনি, অস্ট্রেলিয়া

Click for details
Share on Facebook               Home Page             Published on: 26-Nov-2021
| | |