bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












পদ্মা নদীর খোঁজে
সূর্য কিঙ্কর মজুমদার


পদ্মা তোমাকে হারিয়ে খুঁজি আমার স্মৃতির অতলান্তে
ভরা যৌবনা নৈসর্গিক সৌন্দর্যের ক্যানভাসে,
মাঝির উদাত্ত কণ্ঠে ভাটিয়ালি সুর-লহরীতে
দুরন্ত তরঙ্গে নগর-গ্রাম ভাঙার উদ্দাম উল্লাসে।

পদ্মা তোমাকে নিয়ে আমার শৈশবের নিষ্পাপ স্বপ্নগুলি
আজও অনুভূতির সেলুলয়েডের পর্দায় রঙিন হয়েই আছে,
যদিও অর্ধ শতাব্দীর অধিক তোমার বুক চিঁড়ে বিস্তীর্ণ চরে
গাঙশালিকের ঝাঁক, সোনালি ডানার চিল, নীলাকাশের ছায়া কবেই হরিয়ে গেছে।

সেদিন তুমি ছিলে সৌন্দর্য সম্ভার নিয়ে ঐশ্বর্যময়ী এক নদী
ঋতুচক্রের পরিক্রমায় দেখেছি অবিস্মরণীয় তোমার মমতাময়ী রূপ,
দেখেছি প্রমত্তা উত্তাল জলরাশির জলতরঙ্গে তোমার সৃষ্টি সুখের উল্লাস
অথচ সর্বনাশা, কীর্তিনাশা, প্রলয়ঙ্করী আরও কত নামে করেছি বিদ্রূপ।

আমার শৈশবে তোমার বেগমান চলার পথে দেখেছি
রৌদ্রকরোজ্জ্বল সকালের আর গোধূলির মাধুর্যের উপহার,
দেখেছি তারা ভরা রাতের আকাশের অন্তহীন অনুরাগ
পাড় ঘেঁষে জ্যোৎস্নায় ভেজা কাশফুলের নান্দনিক সমাহার।

বর্ষায় আকাশের কান্নায় সিক্ত হত তোমার স্বচ্ছ-নীলাভ চোখ
উত্তাল বন্যায় ভরে যেত উন্মাদিত জলে তোমার প্রশস্ত বুক
দূরে তোমার অপর পাড়ে আকাশ ঢলে পড়ে তোমায় ছুঁয়ে
পূর্ণ করেছে তোমার আকাশের সাথে মিলনের স্বর্গীয় সুখ।

নানা রঙের পাল তোলা বজরা-শাম্পানে মাঝি-মাল্লাদের গান
কোথায় হারিয়ে গেছে জেলেদের ব্যস্ততার দিন, রুপালী ইলিশ,
হারিয়ে গেছে জোয়ার ভাটায় দিগন্ত বিস্তৃত তোমার হাসির কলরোল
কে নেবে আজ তবে জৌলুশ হারানো রংধনুর নিষ্ফল নালিশ ।

মরণ-ফাঁদ বাঁধের কারাগারে বন্দিনী প্রমত্তা তুমি মহীয়সী নদী
হারিয়ে গেছে তাই বাঁচার প্রেরণা বিস্তীর্ণ ধু ধু বালুচরে,
বিষণ্ণতায় এককালের সাগরের প্রিয়তমা নদীর সুরসপ্তক
ছন্দপতনে ভুগছে আজ শতাব্দীর কমনীয় অন্ধকারে।


সিডনি, ২২শে অগাস্ট ২০২১




ড. সূর্য কিঙ্কর মজুমদার, সিডনি, অস্ট্রেলিয়া





Share on Facebook               Home Page             Published on: 15-Feb-2022

Coming Events:



A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far