bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












কৃতজ্ঞতা
সূর্য কিঙ্কর মজুমদার


জীবনের বিরুদ্ধ স্রোতে পালতোলা নৌকা আমি
ফেলে আসা দিনগুলির অস্তিত্বের সন্ধানে
কালবৈশাখীর মত বেপরোয়া উশৃঙ্খল;
মনের ড্রয়ারের স্মৃতিগুলোকে নিষ্ঠুরভাবে কাটছে
অলস সময়ের অলীক ইঁদুর
নিঝুম জলে ভেসে থাকা পদ্ম-পাতায় জীবনের প্রতিবিম্ব
হাতছানি দিয়ে ডাকে আমায় সুদূর দিগন্তে -
যেখানে আকাশ ঢলে পড়েছে সীমানার আঁচলে।

রাত ভর করেছে বাড়ীর ছাদে, পিছলে পড়ছে রাতের শিশির
কলঙ্কিত জ্যোৎস্নায় জোনাকির মিছিলে
এত আলো নিয়ে আজ চাঁদ আকাশে বড়ই একলা;
শৈশবের আর যৌবনের চৌরাস্তার পুরনো ল্যাম্পপোস্টটি
শতাব্দীর সাক্ষী হয়ে ইচ্ছের হলদে আলো ফুটপাতে বিছিয়ে
জীবনের আকাঙ্ক্ষা আর প্রাপ্তির গুনছে যোগফল।

মাথার উপর চন্দ্রালোকিত রাতের আকাশের উঁচু সীমানায়
জানা-অজানা দূরের ছায়াপথের অলৌকিক প্রহেলিকা -
সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, নীহারিকা, ধ্রুবতারা
আরও অসংখ্য উজ্জ্বল নক্ষত্রপুঞ্জ
হাতছানি দিয়ে ডাকে অনন্ত মহাকাশের অসীম সীমানায়।

হে মহান ধরিত্রী-মাতা, তুমি অকৃপণ অঞ্জলির মত দুহাত ভরে দিয়ে গেছ
এই উর্বর মাটিতে ধানের শীষে ভোরের প্রথম আলোর অভিসার
দিয়েছ দুর্দান্ত ক্লান্তিহীন নদ-নদীর নীল ঊর্মিমালার সাগর সঙ্গম;
দিয়েছ বন-বনানী, সুন্দর জীবনের জন্য সব উপকরণ, আশীর্বাদ;
তোমার কোলে দিয়েছ ঠাই, করেছ আমাকে ধন্য, করেছ চির-ঋণী
নতজানু হয়ে কৃতজ্ঞ চিত্তে জানাই তোমাকে আমার সশ্রদ্ধ প্রণাম।


সিডনি, ৩রা ফেব্রুয়ারি ২০২১




ড. সূর্য কিঙ্কর মজুমদার, সিডনি, অস্ট্রেলিয়া




Share on Facebook               Home Page             Published on: 30-Apr-2021

Coming Events: