bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন


সন্তাপের অরণ্যে ভোরের রক্তরাগ
সূর্য কিঙ্কর মজুমদার



চৈত্র-সন্ধ্যায় তরুণী নব বধূ পুকুরে স্নান সেরে
অবিন্যস্ত ভেজা চুল ঘোমটায় ঢেকে
সযত্নে মাটির প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি দিয়ে
গোধূলিকে জানায় স্বাগতম।

হাওয়ায় তখন ধুপের সুগন্ধ
সারাদিনের বর্ধিষ্ণু ক্লান্তি অস্তাচলের প্রান্তসীমায়
গোধূলির কাছে করে শর্তহীন সমর্পণ,
অবশেষে রুদ্র দহনে জ্বলে পুড়ে দিনের শেষে
নেমে আসে সন্ধ্যার স্বর্গীয় নিরঙ্কুশ মমতা।

একটু পরে ঝাউগাছের বাধা পেরিয়ে
চৈতালি চাঁদের নীল জ্যোৎস্নার মিহি রেণু
ক্ষুব্ধ, যন্ত্রণাময় হৃদয়-কোনে জাগাবে
নির্ঝরিণীর স্নিগ্ধ কলতান।

অথচ এই স্বর্গীয় স্বপ্নিল পরিবেশে
সন্ধ্যা শেষে অন্ধকার নিবিড় হলে
কেন পরাঙ্মুখ মনের জানালার পর্দায় থাকে অনুশোচনার রেশ;
কেন মনন জুড়ে ধীর সরীসৃপের পদচারণার মত
নিজের অশান্ত বিবেকের দুয়ারে উকি দেয়
জীবনের কাছে সঞ্চিত সার্বিক ঋণের নগ্ন অসংকোচ?

প্রবাহমান সময় নদীর বুকে রাত ক্রমশ গভীর হয়
নিরুৎসুক মনে বেড়ে যায় অনুতাপ,
নিঝুম বিনিদ্র রাতের রাস্তার দু’পাশে
বিনিদ্র লন্ঠনের রক্ত হিম করা অলৌকিক আলোয়
আমার নিহত স্বপ্নের মৃতদেহ আর অশ্রুহীন অভিমানগুলি
ছড়িয়ে ছিটিয়ে থাকে যেন অবহেলিত আগাছার মত।

বেদনার হিমবাহ বুক ভরা কান্নার উত্তাপে গলে নদী হয়ে
আমার স্বেচ্ছাচারী লোহিত রক্ত ধমনীতে জাগায় রিক্ততার প্রতিধ্বনি;
সন্তাপের অরণ্যে আমি পথহারা একাকী পথিক -
চতুর্দিকে শুধু তমিস্রার জাল, গর্ভিণীর উদাসী স্তব্ধতা
শুধু পরাক্রান্ত অঙ্গীকার নিঃশব্দে জেগে থাকে
চেতনার আকাশে ধ্রুবতারার মৌন ইশারায়
আমি আর কেন যেন দিকনির্দেশনা খুঁজে পাই না।

ইচ্ছেগুলি নিভে গিয়ে বিলীন হয়ে যায় দূরগামী সীমানায়
পরাক্রান্ত অঙ্গীকার নিরুচ্চারে বিদ্রোহী হয়ে
জ্যোৎস্নার আগুনে পোড়াতে চায় মনের বিষণ্ণতা,
আর পুঞ্জীভূত দুঃখগুলি জড়ো হয়ে ভেসে যায়
সমুদ্রগামী নদীর অবহেলিত মন্থর উজানে।

ঘনীভূত স্বপ্নগুলি রঙ্গিন ফানুস উড়িয়ে
আকাশে বিলীন হওয়া নক্ষত্রের ডাকঘরে
পাঠাতে চায় নতুন সঙ্কেত,
যদি ফেরত ডাকে ডাক হরকরা নিয়ে আসে
লাল সিলমোহর দেওয়া সোনালি খামে
নবজীবনের প্রতিভা ছড়ান একগুচ্ছ ভোরের রক্তরাগ।


মস্কো, ১৪ জুলাই ২০১৮




ড. সূর্য কিঙ্কর মজুমদার, সিডনি, অস্ট্রেলিয়া





Share on Facebook               Home Page             Published on: 22-Jan-2019

Coming Events:





A day full of activities, games and fun.







Blacktown Lakemba Mascot