|
ঠিকানার খোঁজে সূর্য কিঙ্কর মজুমদার
সূর্যাস্তের বিকেলে পশ্চিমান্তে গোধূলির রঙ-বাহার বিকেলের বৃষ্টি শেষে জোড়া রংধনুর উঁকিমারা মুখ, গাংচিলের দিনশেষে হালকা ডানায় ভর দিয়ে অলস বাতাসে বিষণ্ণ প্রচালনের কি সেই সুখ| ঝাউ-বনের দীঘল পাতার ফাঁক দিয়ে বিকেলের পড়ন্ত রোদ্দুরের উঁকি, প্রজাপতির রঙিন ডানায় ভর করে ফুলে ফুলে নিশ্চিত পরাগায়নের ঝুঁকি। সারাদিনের ক্লান্তির হাত ধরে ধীরে ধীরে রাতের আকাশে নামে পূর্ণিমার বিলাসিতা, জ্যোৎস্না-স্নাত রাতে কাশ ফুলের বনের আঁধারে আলো জ্বালাতে জোনাকির বিনম্র অলসতা| মনের উন্মাতাল তরঙ্গ রাতের নিভৃতে এসে থমকে গেছে আকাঙ্ক্ষার ঝুল বারান্দায় পুঞ্জিভূত কষ্টগুলো মনের দুয়ারে দাঁড়িয়ে যেন স্বর্গীয় কোন সুখের প্রতীক্ষায়| আমি নির্বাসিত জীবনে আঁধারের ঢেউ ঠেলে চূর্ণ করতে চাই সব অনুতপ্তের কর্তৃত্ব, আক্ষেপের আলিঙ্গনে জড়াতে চাই না তাই আমার একান্ত নির্লিপ্ত দীর্ঘায়িত একাকীত্ব। কত দেশ ঘুরে অক্লান্ত আমি আজ যেন এক পথ ভোলা বিভ্রান্ত ক্লান্ত মুসাফির, হারিয়ে যাওয়া ঠিকানা খুঁজি অদ্যাবধি শত অলিগলিতে এই নিষ্ঠুর পৃথিবীর।
সিডনি, ২১শে ফেব্রুয়ারি ২০১৭
|
 ড. সূর্য কিঙ্কর মজুমদার, সিডনি, অস্ট্রেলিয়া

Click for details
Share on Facebook               Home Page             Published on: 29-Apr-2022
| | |