bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












শঙ্খনীল বাসনা
সূর্য কিঙ্কর মজুমদার


আজ আমার লালিত শঙ্খনীল বাসনার
যত্নে সাজানো বৈকুণ্ঠের প্রেমালু উদ্যানে
ঋতুপর্ণার ক্যানভাসে প্রেমাদ্র হৃদয় আপ্লুত
আগন্ত বসন্তের নিকনো যৌবনে।

স্বপ্নগুলি দৃষ্টিপথের চৌরাস্তার শেষে
বেগ পেয়ে ধাবিত হয় প্রশস্ত রাজপথে
স্বপ্নেরা মুগ্ধতার মহিমাদীপ্তে তাই
প্রতীকী আলপনা আঁকে নির্লিপ্ত ফুটপাথে ।

পুঞ্জিভূত ধূসর মন্দাক্রান্ত সময়ের চিবুক ছুঁয়ে
ধবল জ্যোৎস্নায় আলোকিত বিবেকের করিডর
অনিকেত প্রেমের স্পর্শে উত্তাল জাহ্নবীর জল
মুক্তি খোঁজে ঝর্ণার বুকে বন্দী কষ্টের পাথর।

অনিদ্রার আগুনে দগ্ধীভূত রাত মিশে যায় ভোরের রক্তিম মোহনায়
সূর্যোদয়ের আহ্লাদী ঠোঁটে শক্তিশালী হয় আমার প্রেমালু বিশ্বাস
ধীরে ধীরে সরব হয় রাজপথে চলন্ত ট্রাম আর মানুষের কোলাহল
অবশেষে দিনশেষে মনের অন্তর্বাস ছুঁয়ে যায় গোধূলির বর্ণালী আকাশ।

প্রাচীন রূপকথার পাণ্ডুলিপি ক্রমশ বাঙ্ময় হয়
ঐশ্বরিক অবিনশ্বর পৃথিবীর অসীম প্রান্তরে
অনিকেত প্রেমের শঙ্খচিল উড়াল দিয়ে
সুখের ঠিকানা খোঁজে বিমূর্ত মেঘের অন্তরে।


সিডনি, ৮ অগাস্ট ২০২২




ড. সূর্য কিঙ্কর মজুমদার, সিডনি, অস্ট্রেলিয়া





Share on Facebook               Home Page             Published on: 9-Aug-2022

Coming Events: