bangla-sydney












সময় চিহ্ন
সূর্য কিঙ্কর মজুমদার


জীবন সায়াহ্নের কাঠগড়ায় মুগ্ধতার কীর্তনে
প্রতিমার মত পূজনীয় প্রতীক হয়ে
শৈশবের স্মৃতির মায়াবী মিছিল
দৃষ্টিপথের ইউবাঁকে হারিয়ে যায়
রাতের শেষ ট্রেনের মত ঘন কুয়াশায়।

চিন্তার শৃঙ্খল খাঁচায় বিস্মৃতির গভীর অতলান্তে
নিঃশব্দ অন্ধকারে আমি হাত বাড়িয়ে থাকি
শৈশবের অরণ্যে তাকে ধরার প্রত্যাশায়
অবশেষে অনিদ্রার আগুনে দগ্ধীভূত তন্দ্রালু চোখে
রাত তলিয়ে যায় অরুণরাঙা ভোরের মোহনায়।

মহিমাদীপ্ত ঘুনেধরা অভিশপ্ত মৌনতায়
মনের প্রকোষ্ঠে সুগন্ধি রঙিন মোমবাতির
মিষ্টি আলোর কবোষ্ণ উত্তাপে
অভিনব কামনাগুলি বিবশ হৃদয়ে
প্রাচীন রূপকথার পাণ্ডুলিপির মত
বিবর্ণ নকশীকাঁথা বোনে বিষাদের কালো সুতোয়।

পরিশুদ্ধ হয়ে জমে থাকা ছন্দবদ্ধ বন্ধ্যা কামনার মিছিল
সময়ের অবরুদ্ধ প্রাচীর ভেঙে বেগমান হয় প্রশস্ত রাজপথে
বিস্মৃতিপরায়ণ নিঃসঙ্গ রাতের আকাশে তখন নক্ষত্র পতন
আমার দরজায় বাইরে কালের শেষ খুঁটিটা সময় চিহ্ন হয়ে
গচ্ছিত রাখে শুধু শৈশবের শঙ্খনীল স্মৃতি-ইচ্ছা-স্বপ্ন
আর অবিশ্রান্ত অব্যক্ত বেদনার বৃষ্টি।

সিডনী, ১৯ জুলাই ২০২৪





ড. সূর্য কিঙ্কর মজুমদার, সিডনি, অস্ট্রেলিয়া





Share on Facebook               Home Page             Published on: 31-Jul-2024

Coming Events: