bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












মাঝ রাতের শেষ ট্রেন
সূর্য কিঙ্কর মজুমদার


রাতের মুদ্রণে এক ফালি জাগরী আকাশে
তখন জ্বলজ্বল ফানুসের নেকলেসের মত
অসংখ্য ইন্দ্রনীল নক্ষত্রের মৌন মিছিল;
নীচে রাতের বিমূর্ত ঘন কুয়াশার অন্তর্বাসে
প্ল্যাটফর্মে ঝোলানো টিমটিমে তন্দ্রাহারা বিনয়ী লন্ঠন
বিবর্ণ কুহেলিকার মোড়কে ঢাকা যেন বিশ্ব-নিখিল।

অন্ধকারের মানচিত্রে শীতের রাতের প্রায় ফাঁকা স্টেশন
যথারীতি অভ্যস্ততার দাসত্বে রহস্যময়ী নির্জনতায়
প্রতিটি নিঃশ্বাসে প্রত্যাশার খসড়া লুকিয়ে বসে থাকে
অভিমানী প্রেয়সীর মত শেষ ট্রেনের নির্লিপ্ত অপেক্ষায়।

পরিমিত নৈশব্দের লৌহ দুয়ারের খিলান ভেঙে
হঠাৎ করে যেন মহাকাশের কৃষ্ণগহ্বর থেকে
চাকার ছন্দায়িত যান্ত্রিক শব্দ ও সিটির বেসুরা কোরাস গানে
অধিযুগে হারানো মেরুদণ্ডহীন বিশাল সরীসৃপের মতো এঁকেবেঁকে
বাষ্পের মেঘ উড়িয়ে অবশেষে ট্রেনটি শ্লথগতিতে এসে থামে
অপেক্ষারত ভুতুড়ে নিঝুম এই মফস্বল শহরের ছোট্ট স্টেশনে।

ক্ষণিক ব্যবধানে উজ্জ্বল ধূমকেতুর মতো নিমেষে
প্রিয়জনের বিচ্ছেদের অনুতাপ উপেক্ষা করে
পাশের নদীর উপর খিলান সেতুর লৌহপথের বুক পিষে
ট্রেনটি হারিয়ে যায় দৃষ্টির সীমানায় উড়ন্ত জমাট অন্ধকারে
অবশেষে সঙ্গীহীন নিস্তব্ধতা নামে রাতের ফ্যাকাসে আকাশে।

পৃথিবীর কত যে জানা অজানা স্টেশন পেরিয়ে
জীবন ছুটে চলেছে অবিশ্রান্ত রাতের এই ট্রেনে
কামনার কর্তৃত্বময় প্ররোচনায় আকাশ গঙ্গার সন্ধানে;
ধীরে ধীরে চঞ্চল যৌবনের উদ্দামতা উধাও হয়ে যায়
বার্ধক্যের অসহায়ত্বে জীর্ণ নিপুণ আবরণে
সঞ্চিত পাথুরে স্বপ্নগুলি চাতুর্যের ছকে সযত্নে আটকে থাকে
চৌরাস্তার বিদগ্ধ সময়ের আলোকিত বিলবোর্ডের ধূসর বিজ্ঞাপনে।

একদিন মাঝ রাতের ট্রেনে চড়ে স্বপ্ন খুঁজতে
মুগ্ধ পর্যটকের মত হয়েছিলাম নিরুদ্দেশ
অপেক্ষার নির্মমতায় হারিয়েছি সময়ের চাবি
যদিও ছিলনা অনুভূতির ব্যবচ্ছেদ, ছিলনা কোন দাবি
অমলিন স্মৃতির ভিড়ে নিঃসঙ্গ যাযাবর মন পড়ে ছিল
রক্তবর্ণ কৃষ্ণচূড়ার ছায়ায় ঘেরা নিবিড় নিজস্ব উঠানে;
পরিযায়ী পাখির মত বাড়ি ফেরার পথ খুঁজেছি তাই
চিরপরিচিত ধানসিঁড়ি নদীর মার্জিত উজানে।

আজ ক্লান্তিতে ভারাক্রান্ত আমার দ্বীপান্তরিত মন
আমাকে অভিমুখী করে আপন প্রছন্ন কুটিরে -
যেখানে নদী লুকিয়ে থাকে ভোরের কুয়াশায়
যেখানে শারদীয় নিস্তরঙ্গ ধবল জ্যোৎস্নায়
অরণ্যের সবুজ সম্ভ্রান্তি ক্ষয়ে যায় রূপালী বন্যায়;
যেখানে অপেক্ষায় থাকে মায়ের চির-চারিত প্রিয় মুখ
যেখানে সারাদিন - বেলা অবেলা সারাবেলা
টুকরো স্মৃতির সিম্ফনির মূর্ছনার ঝর্ণাধারায়
জীবনের হালখাতায় অনাবিল অপার্থিব শাশ্বত সুখ।

সময়ের কাঁটাতারে জীবিকার কাছে বন্দি দশায়
হাতের তালুতে জীবনের রেখা ক্রমশ বিলীন
তবুও বালুচরে ভালবাসার শেষ চিহ্ন হয়নি মলিন;
নির্জন পুকুরের পাড় ঘেঁষে ঘাসের আদুরে আলিঙ্গনে
পাতাঝরা রাস্তা ধরে পড়ন্ত বিকেলের আলসে ছায়ার সন্ধানে
একদিন ফিরে আসবো মাঝ রাতের শেষ ট্রেনে
ফেলে আসা আমার সেই পুরানো স্টেশনে।


সিডনী, ১৯ অগাস্ট ২০২৪






ড. সূর্য কিঙ্কর মজুমদার, সিডনি, অস্ট্রেলিয়া





Share on Facebook               Home Page             Published on: 14-Oct-2024

Coming Events: