bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












স্বাধীনতা তুমি আমার একমাত্র কষ্টের কবিতা
সূর্য কিঙ্কর মজুমদার


স্বাধীনতা তুমি সাতচল্লিশের পর
পরাধীনতা আর শোষণের গ্লানি মোচনের প্রজ্বলিত দিক-মশাল
তুমি বাহান্নের ফাগুনে ভাষা আন্দোলনের কৃষ্ণচূড়ার আগুন
বিপ্লবে মুখর উনসত্তরের তারুণ্যের সংগ্রামী অঙ্কুরোদগম
তুমি একাত্তরের সাতই মার্চে স্বাধিকার সংগ্রামের সময়োচিত অভিষেক।

স্বাধীনতা তুমি সম্ভ্রম হারানো মা-বোনের আতঙ্কের আঁচলে ঢাকা অশ্রুসিক্ত চোখ
তুমি সন্তানহারা বাবার হৃদয়ে সঞ্চিত শোক আর কষ্টের গভীর দীর্ঘশ্বাস
তুমি হাজার তরুণ-তরুণীর অভিনব এক বীরত্বের জয়গাঁথা
তুমি ধুলায় লুণ্ঠিত ভাইয়ের মুখে বিজয়ের হাসিমাখা রক্তাক্ত লাশ
তুমি জাতীর জীবনে পৈশাচিক নিষ্ঠুরতার এক অভিশপ্ত ইতিহাস।

স্বাধীনতা তুমি আমার কপালে মায়ের স্নেহ-চুম্বন, বাবার শাশ্বত আশীর্বাদ
তুমি রবিঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার অকৃত্রিম রূপায়ণ
বিদ্রোহী কবি নজরুলের কারার ওই লৌহকপাট ভাঙ্গার উদাত্ত আহ্বান
তুমি কিশোর কবি সুকান্তের মাথা না নোয়াবার দৃঢ় অঙ্গীকার
আর জীবনানন্দের নাটোরের রহস্যময়ী সেই বনলতা সেন।

স্বাধীনতা তুমি বেদনায় অঙ্কুরিত আমার একমাত্র কষ্টের কবিতা
তুমি লাখো শহীদের ‘এক সাগর রক্তের বিনিময়ে' অর্জিত নতুন সূর্যোদয়
তুমি বাঙালির দুর্জয় সাহসের জয়োৎসব, অবিস্মরণীয় আত্মত্যাগ, শ্রেষ্ঠ অর্জন
তুমি আমার ললাটে বিজয়ের চন্দন তিলক, সম্মানিত রঙ্গিন উত্তরীয়
তুমি আমার দীর্ঘ প্রতীক্ষিত লাল-সবুজ পতাকা, নতুন মানচিত্র, জাতীয় সঙ্গীত
তুমি আমার পরিচয়, আমার সত্ত্বা, আমার বিশ্বাস, আমার একমাত্র অহংকার।


সিডনি, ৪ঠা অক্টোবর ২০২০




ড. সূর্য কিঙ্কর মজুমদার, সিডনি, অস্ট্রেলিয়া





Share on Facebook               Home Page             Published on: 4-Apr-2022

Coming Events: