bangla-sydney












রাতের চিত্রপট
সূর্য কিঙ্কর মজুমদার


গোধূলির রঙিন আকাশে মেঘমালার সিঁথির সিঁদুরে
পড়ন্ত রোদের মিষ্টি ছায়াতে ঘরে ফেরা ক্লান্ত পাখির ডানায়
সন্ধ্যা নামে নন্দিত বিকেলের শরীর বেয়ে গ্রামে-গঞ্জে-শহরে
দিনের ব্যস্ততার যবনিকা ঘটে নির্লিপ্ত নিঃসঙ্গ আঙ্গিনায়।

ধীরে ধীরে সন্ধ্যা প্রদীপের লাজুক আলোর পাশ কাটিয়ে
রাতের কুহেলিকার আচ্ছাদনে প্রলম্বিত হয় জোনাকির উৎসব
নির্জন বিষণ্ণ ঝাউবনের নিঃস্তব্ধতায় চিন্তার শৃঙ্খলে
মার্জিত হয়ে দাঁড়িয়ে থাকে মনের নির্জন অবাধ্য রাজপথ।

সময়ের মুখে ঠোকর খাওয়া ঐশ্বরিক অবিনশ্বর আঙ্গিনা
যখন দগ্ধীভূত মায়াবী ফাল্গুনী জ্যোৎস্নার দীর্ঘ অপেক্ষায়
তখন অনুভূতির টিমটিমে হারিকেনের নিষ্প্রভ আলোয়
উচ্ছৃঙ্খল স্মৃতিগুলি থমকে দাঁড়ায় জীবনের চৌরাস্তায়।

রাত যেন অনুপমা রমণীর বিদগ্ধ কৌশলী চোখ
জীবনের বন্দর খোঁজে কায়াহীন নীরন্ধ্র অন্ধকারে
একাকীত্বে দূর আকাশের নক্ষত্রের কবোষ্ণ উত্তাপে
রাত ক্রমশ ঘনীভূত হয় প্রত্যাশিত ভোরের অঙ্গীকারে।

সিডনি, ১২ এপ্রিল ২০২৩




ড. সূর্য কিঙ্কর মজুমদার, সিডনি, অস্ট্রেলিয়া





Share on Facebook               Home Page             Published on: 24-Jun-2023

Coming Events: