|
নির্জন বিলবোর্ডে ন্যুব্জ নিবেদন সূর্য কিঙ্কর মজুমদার
নিষ্প্রভ রাতে ল্যাম্পপোস্টের ক্ষীণ আলোয় গলি, চৌরাস্তা আর রাজপথের প্রশস্ত শিরায় ঝিঁঝি পোকার আবহ সংগীতে আমার নীরবতার ভাষা বাঙ্ময় হয় মানহীন অন্ধ অনুভূতির উদ্ধত গ্রীবায়। একাকীত্বের কুহেলিকা দৃষ্টির সীমানায় রাত্রির আলিঙ্গনে বিভ্রান্ত প্রেমিকের মত তোমার মনের স্পর্শ খুঁজে ফিরি হয়তোবা তাই নক্ষত্রের ছায়ায় অকৃতজ্ঞ নির্জন অচেনা শহরে পথভ্রষ্ট যাযাবর আমি অর্গলহীন কাল্পনিক বসত গড়ি। আমার বুকের বাম দিকের বিস্তীর্ণ উর্বর জমিতে একদিন হবে ভালোবাসার রকমারি ফুলের চাষ অনুভূতি বিলাবো বলে কল্পলোকে কিনেছি আকাশ অবশেষে মার্জিত হবে আমার প্রলম্বিত গার্হস্থ্য-সন্ন্যাস। অতীতের দগ্ধ সময়ের ব্যাপক ক্ষতচিহ্ন মুছে ঘড়ির কাটা খুইয়েছে যৌবনের নৈসর্গিক তরুবন দগ্ধীভূত জ্যোৎস্নায় আমার অমল প্রেমের পাণ্ডুলিপি চৌরাস্তার নির্জন বিলবোর্ডে এঁকে দেবে ন্যুব্জ নিবেদন।
সিডনি, ৩০ মার্চ ২০২৩
|
 ড. সূর্য কিঙ্কর মজুমদার, সিডনি, অস্ট্রেলিয়া
Share on Facebook               Home Page             Published on: 11-Apr-2023
| | |