|
এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন
অসমাপ্ত জলছবি সূর্য কিঙ্কর মজুমদার
অন্তহীন দিগন্তের সীমা পেরিয়ে আমার চারদিকে স্বরচিত অন্ধকার, নিভৃতচারী মনটা আমার বিষণ্ণ, বিভ্রান্ত ভেঙ্গে ফেলতে চায় এই রুদ্ধদ্বার।
বাইরে অপরূপ দ্যুতিময়তায় মূর্ত পৃথিবী ফাগুনের কোমলতায় আগুন রাঙা ফুলের সমাহার, নীলাকাশে সাদা মেঘদূতের হৈমন্তিক রোদের সাথে ভালবাসার নীরব অভিসার।
আমার চারপাশে গতিময় বহমান জীবনের কলতান নবান্ন, নতুন ঘরবাঁধার পালা, প্রথম ভালোলাগা, প্রথম চুম্বন সময়কে পিছে ফেলে অগ্রযাত্রার সে যেন এক অলৌকিক প্রবহণ।
অথচ আমি আত্মভোলা নিষঙ্গ চিত্রকর একে চলেছি প্রিয়তমার হাস্যোজ্জ্বল অপেক্ষক মুখ, আজবধি খুঁজে ফিরি প্রশান্তির অনাবিল প্রাচুর্যে ভরা স্বর্গীয় সেই বহু প্রতীক্ষিত সুখ।
সিডনি, ২রা মার্চ ২০১৮
|
 ড. সূর্য কিঙ্কর মজুমদার, সিডনি, অস্ট্রেলিয়া
Share on Facebook               Home Page             Published on: 5-Nov-2018
| | |