bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন


একুশ
সূর্য কিঙ্কর মজুমদার



একুশ তুমি আমার মায়ের প্রথম চুম্বন
ঘুমপাড়ানি গান, ঠাকুরমার রূপকথার ঝুলি
তুমি আমার পিতার প্রথম আলিঙ্গন
আমার জীবনের ক্যানভাসের প্রথম রং-তুলি ।

একুশ তুমি আমার রক্তে রাঙানো প্রথম বর্ণমালা,
তুমি আত্মত্যাগের ঐতিহাসিক নীরব সাক্ষী,
তুমি অধিকার প্রতিষ্ঠার উজ্জ্বল বাতিঘর,
আমার স্বাধীনতা আর স্বাধিকারের শাশ্বত রক্ষী।

একুশ তুমি আমার ভাই হারানো বোবা অশ্রু জল
তুমি আমার পাঠশালার প্রথম অভিধান,
তুমি আমার অবিনশ্বর উদ্দীপনা আর
জীবনের একমাত্র মৃত্যুঞ্জয়ী গান।

তুমি আমার ভালবাসা আর ক্রন্দনের অধিকার
তুমি আমার সত্ত্বার পরিচয় -
আমার রক্তের ধমনীতে প্রবল বন্যার প্রচলন
তুমি আমরণ অহংকারের অদম্য বোধোদয়।




ড. সূর্য কিঙ্কর মজুমদার, সিডনি, অস্ট্রেলিয়া





Share on Facebook               Home Page             Published on: 15-Feb-2019

Coming Events:

Nomination Form is available at the end of the notice


Exec Committee: Pannel 1