|
দুই অক্ষরের একটি নাম সূর্য কিঙ্কর মজুমদার
আজ জীবনের কঠোর তপ্ত রোদে নেই সেই মহিরুহের অনাবিল ছায়া, আকাশের সীমানার সমীকরণে অসময়ে ভুলে চিরতরে খসে গেছে আমার আকাশের উজ্জ্বল ধ্রুবতারা— আমি মহাশূন্যে তাকিয়ে নিঃশব্দে তাই অলক্ষ্যে বাবার স্মৃতি হাতড়াই ।
বাবা, তুমি দুই অক্ষরের একটি নাম – নিঃশর্ত ভালোবাসার অনুপম সংজ্ঞা, তুমি আমার জীবনের সবচাইতে বড় আশীর্বাদ, আকাশের বিশালতা, অন্তরিক্ষের নক্ষত্রসম অতিন্দ্র প্রহরী, আমার বুকের উপত্যকায় জমে থাকা অবরুদ্ধ আঁধারের একাকীত্বের অবসাদ।
তোমার রাশভারী চেহারার আড়ালে লুকিয়ে ছিল এক অদৃশ্য কোমলতা। তুমি ছিলে দৃঢ় চোয়ালের বিস্ময়কর মানুষ, চোখের আড়ালে দায়িত্বের নীরব ধূপশলা— সুখের জোগান দিতে দিতে সুগন্ধ ছড়িয়ে নিভৃতে পুড়ে পুড়ে নিঃশেষ হয়ে গেছো। তুমি অনুভূতির দরজায় প্রবেশ না করেই হৃদয়ের অব্যক্ত ক্ষরণে শুধু কড়া নেড়ে চলে গেছো অন্তহীন সময়ের ধূসর আঁচড়ে।
একদিন তোমার শেকড়সম আঙুল ধরে শুরু হয় আমার প্রথম নির্ভীক পথচলা, হোঁচট খেয়ে পড়ার ভয় কখনো আসেনি কারণ তুমি ছিলে নোঙরের নির্ভরতা। আজ তোমার অনুপস্থিতির দুঃসময়ের দিনে আমি সেই প্রতিরক্ষার আঙুলই খুঁজি নিরন্তর।
তুমি আজ নির্লিপ্ত দেওয়ালে ফ্রেমবন্দি ছবি, আর আগলে রাখবে না সিংহদরজা হয়ে। নিয়তিশাসিত জীবনের জটিল ব্যাকরণে হয়তো তোমার মতো নির্ভীক লড়াকু সৈনিক না হবার নিদারুণ অক্ষমতার বিপন্নতায় অসহায়ভাবে ঢেকে রাখি আটপৌরে সভ্রম।
তুমি আমার জীবনের একমাত্র মহানায়ক, সম্পর্কের সীমানা ছাড়ানো শ্রেষ্ঠ উপাধি। তুমি আমার অস্তিত্বের একমাত্র পরিচয়, জীবনের শর্তবিহীন শেষ ভালোবাসা, আত্মত্যাগের প্রতিশব্দ, পরম শুভার্থী, অহেতুক শত আবদারের শেষ ঠিকানা, আমার অন্তরের কাঙ্ক্ষিত স্বর্গের নাম।
আমার প্রতিটি ধমনী ছুঁয়ে আছে তোমার যাপিত জীবনের অন্তহীন সঞ্জীবনী সংলাপ; তুমি আমার অর্জিত সকল সাফল্যের উচ্চতা, ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্রের নৈঃশব্দের গভীরতায় একমাত্র বাতিঘর, দিকনির্দেশনার আলো। আজ নত মস্তকে তোমার চরণধূলি মেখে একান্তে হেঁটে চলেছি জীবনের দীর্ঘ পথ। তোমাকে বলার সুযোগ পাইনি—'ভালোবাসি’ — তাই আক্ষেপে আবক্ষ যন্ত্রণায় কান্না কুড়িয়ে তোমার বন্দনায় সশ্রদ্ধে উচ্চারণ করি — ‘পিতা স্বর্গ, পিতা ধর্ম্ম, পিতাহী পরমং তপঃ, পিতরী প্রিতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব্বদবতাঃ।’
সিডনি ২৫ জুলাই ২০২৫
|
 ড. সূর্য কিঙ্কর মজুমদার, সিডনি, অস্ট্রেলিয়া
Share on Facebook               Home Page             Published on: 7-Sep-2025
| | |