bangla-sydney












বৈকুণ্ঠের বাগানের খোঁজে
সূর্য কিঙ্কর মজুমদার


অতীতের দগ্ধ সময়ের মর্মরে বাঁধানো স্মৃতির তাজমহলে
ফেলে আসা ছেলেবেলার সেই অতি পরিচিত অনুভূতির অন্তর্বাস ছুঁয়ে
মুগ্ধতার মহিমাদীপ্তে নন্দিত আমার স্বপ্নিল শঙ্খবেলা
মনের প্রকোষ্ঠে সুগন্ধি রঙিন মোমবাতির মিষ্টি আলোর কবোষ্ণ উত্তাপে
কুয়াশায় অদৃষ্ট জীবনের চৌরাস্তার ইউবাঁকে
যেন নতুন ভোরের আগমনীর অপেক্ষায়।

অর্ধশতক বছরের অনাকাঙ্ক্ষিত নির্বাসনে আমি
প্রচণ্ড শীতের রাতের অনাথ অন্ধকারে
পেঁজা পেঁজা তুষারপাতে সিক্ত হৃদয়ের আঙিনায়
নিঃসঙ্গী লাইট-পোস্টের মত একাকী দাঁড়িয়ে খুঁজি
স্মৃতিতে বিবর্ণ পরিত্যক্ত করিডরে একরত্তি বৈকুণ্ঠের বাগান।

পরিশুদ্ধ হয়ে জমে থাকা ব্যাকরণহীন আমার
বাকরুদ্ধ অনির্বচনীয় মন্দাক্রান্ত হৃদয়ের ক্লান্তি
অভিশপ্ত মৌনতা ভেঙ্গে বরফ ঝরা রাতের নৈঃশব্দ্য
অকস্মাৎ স্বপ্নের প্রত্যাশায় বাঙ্ময় হয়;
অশ্রু মাখা ক্রন্দন ক্ষরণের পুঞ্জিভূত আর্তনাদ
অবচেতন মনের শ্রীহীন এই শীতে নুজ্ঝ শহরের
সুরম্য অট্টালিকার মনের চিবুক ছুঁয়ে ঝুলে থাকে
রাত ও ভোরের একাকী নিঃসঙ্গী মোহনায় ।

কতদিন শুনিনি পাখির ডানায় মুক্ত প্রাণের স্লোগান
অথবা ভোরের অনিন্দ্য সুরতান
দেখিনি ধানসিঁড়ি নদীর উত্তাল ঢেউয়ে পারাপারের সেই
অতি পরিচিত স্মৃতির অতলান্তে নিকনো যৌবনের হলুদ সাম্পান;
আমি সারাদিন পরিযায়ী পাখির মত ভগ্নহৃদয়ে অপেক্ষায় থাকি
অতি পরিচিত ডাক হরকরার পথ চেয়ে
ভালোবাসার সীলমোহরে জড়ানো একটা খামের প্রত্যাশায়।

গলি থেকে রাজপথ, মনের চোরাগলিতে শঙ্খনীল স্মৃতিও বিস্মৃতি হয়ে যায়
শীতের শহরের রাতের নির্জন রাস্তায় অবহেলায় নিঃশব্দে পড়ে থাকে
হতাশার দখলি প্রান্তরে প্রাণহীন স্রোতের বাকরুদ্ধ আস্ফালন
আর সময়-ইচ্ছা-স্বপ্নের নকশিকাঁথায় অঙ্কিত ধূসর ক্যানভাস
প্রত্যেকটি নতুন বছরের প্রারম্ভে হারিয়ে যাওয়া দিনগুলির হালখাতায়
সিগারেটের ছাইয়ের মতো ক্রমশ ধীরে ধীরে নিঃশেষ হয় অবশিষ্ট ভবিষ্যৎ।

সিডনি, ২২ জানুয়ারি ২০২৪





ড. সূর্য কিঙ্কর মজুমদার, সিডনি, অস্ট্রেলিয়া





Share on Facebook               Home Page             Published on: 28-Jan-2024

Coming Events: