|
জীবন নদীর খেয়াপার সূর্য কিঙ্কর মজুমদার
তুমি এসেছিলে একদিন যৌবনের সন্ধিক্ষণে অতর্কিতে এক ঝাঁক সোনালি রোদের মিছিলে স্বপ্ন নীলিমায় বাঁধভাঙা উচ্ছ্বাস হয়ে বিরল সুখের হিরণ্ময় দ্যুতির মত মনের সপ্তর্ষিমণ্ডলে।
কত যে সাগর-নদী-দেশ পেরিয়ে এসে শ্রান্ত বিকেলে মনের দুয়ারে সেই স্বর্গীয় অনুভূতি এসেছিল এক অজানা অতিথি হয়ে গভীর সাগরের মাঝখানে জনশূন্য দ্বীপের যৌবনের মৌবনে প্রাণ ভ্রমরার সুরের মূর্ছনায় ফুলের পাপড়ি বেয়ে।
মিলন তিথির পৌষালী পূর্ণিমা রাতকে তাই দুহাতে ধরে রাখি তোমার মনোরম সান্নিধ্যে চাই নিঃশেষে হারাতে মন হৃদয়ে সলজ্জে অমল আনন্দে অঙ্কুরিত হয় অপূরণ সব স্বপ্ন সজীব হয় এতদিন পড়ে থাকা পরিচর্যাহীন নিঃসঙ্গ স্বর্ণচাঁপার বন।
তুমি প্রত্যুষের অভিষেক, তারা ভরা রাত, আমার বনলতা সেন তুমি ঘাস-ফুল, ধানসিঁড়ি নদীর বুকে শারদীয় রোদ, কৃষ্ণচূড়ার আগুন, তুমি আমার জীবনের হাজার আরাধনার প্রাপ্ত আশীর্বাদ তুমি পদ্মপাতায় ভোরের শিশিরবিন্দু, রক্তজবার স্নিগ্ধতায় রঙিন ফাগুন।
সুখে-দুঃখে কেটেছে কত অনুপম সকাল আর স্নিগ্ধ গোধূলি বেলা জীবনের খেলাঘরে আছে ভালোবাসা, স্বপ্ন, কষ্ট, বিনিদ্র রজনীর অভিসার আছে দীর্ঘ লালিত অদম্য এক ইচ্ছা - যেন তোমার হাতে হাত রেখে জীবন নদীর একুল থেকে অকুলে হতে পারি খেয়াপার।
অ্যাডিলেড, ২২ শে নভেম্বর ২০১৯
|
 ড. সূর্য কিঙ্কর মজুমদার, সিডনি, অস্ট্রেলিয়া

Click for details
Share on Facebook               Home Page             Published on: 15-Jul-2021
| | |