bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Sydney
সূর্য কিঙ্কর মজুমদার এর দুটি কবিতা
বৃষ্টি ভেজা স্মৃতির জানালায়

বৃষ্টি মানে আমার স্মৃতির জানালায় তোমার প্রতিচ্ছবি
তোমার নীলাঞ্জন চোখের অবাধ্য জল অভিমান,
মুখে কোন কথা নেই, শুধু চেয়ে থাক আমার চোখে চোখ রেখে
নেই কোন অনুতাপ, মিশ্র অনুভূতি অথবা অতুষ্ট অভিজ্ঞান।

ইচ্ছে করে মেঘ-দুপুরে বৃষ্টি হয়ে তোমাকে একটু ছুঁই,
জানি বৃষ্টির পর তুমি রেখে যাবে আকাশে রঙ্গিন রংধনু
আর এক পশলা বৃষ্টির পর দিগন্তের কিনারে
রয়ে যাবে সাঁঝের মায়ার মোহময়ী অনাবিল সুরধেনু।

তুমি চাইলে কাজল মেঘের আঁচল ধরে
বৃষ্টির ছদ্মবেশে তোমার ঠিকানা খুঁজে নেব,
তুমি চাইলে সোনালি রোদ হয়ে
তোমার মনে জমানো সব নোনা কষ্টগুলি মুছে দেব।

অতঃপর বৃষ্টিক্লান্ত সাজানো বিকেলে
আমার মনের জানালায় ছুঁয়ে যাবে বৃষ্টি ভেজা জলজ বাতাস
বৃষ্টি পায়ে পায়ে তুমি আসবে নীরবে নিভৃতে মনের দুয়ারে
পশ্চিমে তখন রক্তিম বর্ণালীতে সাঁঝের আকাশ।


সিডনি, ১২ই অগাস্ট, ২০১৯

শ্রাবণ সন্ধ্যায় বৃষ্টির ভালবাসা

আজ এই শ্রাবণ সন্ধ্যায়
অবিরাম বৃষ্টির টিনের চালে বিমুগ্ধ সুরসপ্তক
আলস্যে মুড়ি দেওয়া অপরাহ্ণের বিলাসিতার কাছে
অন্য কোন ভালোলাগার অনুভূতি নেহাতি অপান্তক।

জানালার পাশে বসে সুদূরে বৃষ্টির প্রাচীর ভেঙ্গে
দৃষ্টি ব্যাহত হয় - দূরের প্রেক্ষাপট বড়ই অস্পষ্ট;
শুধু ছন্দায়িত পাগল পারা বৃষ্টি ধারায়
স্বপ্নিল চিন্তাগুলি বিচ্ছিন্ন - আড়ষ্ট।

শুধু তোমার স্মৃতিগুলি পুরনো মিছিলের মত দূরে চলে গিয়েও
রেখে গেছে মনের মরূদ্যানে অনুভবের উষ্ণতার উত্তাপ;
তোমাকে ভুলতে চেয়ে আরও আপন করে ফেলেছি
তোমার হাতে শর্ত-বিহীন হাত গচ্ছিত রেখে ভুলে গেছি মনের সব সন্তাপ।

বৃষ্টির জলপ্রপাতে ধাবিত তোমার চোখের তরল ক্ষমা
আমার মনের সাঁকোর নিচে রেখে গেছে গভীর জলের দাগ;
জীবনের সুন্দর সমীকরণ খোঁজে তাই তোমার নিষ্পাপ স্পর্শে
শুভ্র ভালবাসার অন্তরিন সুপ্ত অনুরাগ।
সিডনি, ২৬ শে জুলাই ২০১৯
সূর্য কিঙ্কর মজুমদার, সিডনি


Share on Facebook               Home Page             Published on: 24-Feb-2020


Coming Events: