bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












সূর্য কিঙ্কর মজুমদার এর আরো দু’টি কবিতা




বাতিঘর

পূর্বাকাশের কোল ঘেষে প্রত্যুষের আবাহনী সঙ্কেত -
চারিদিকে পাখির কলতানে মুখর প্রকৃতি,
নতুন দিনের প্রতীক্ষায় আকাশে বাতাসে
তখন এক অনাবিল শান্তির প্রতিশ্রুতি।

শিশির সিক্ত ভোরের আঙ্গিনায়
নতুন প্রত্যাশায় দিনপঞ্জিকা রচনার হাতছানি,
কত অসমাপ্ত ইচ্ছার সমীকরণে
বহুবর্ণ আল্পনার সমাপনী।

দিনশেষে গোধূলির সন্ধিক্ষণে
রয়ে যাবে সফল দিনের আত্মতৃপ্তি,
অথবা অবচেতন মন জুড়ে থাকবে
অসিদ্ধ কর্মের অন্তবিহীন অণুতৃপ্তি।

আবার শুরু হবে আগামী দিনে
কখনো পরিকল্পিত, কখনোবা দিশেহারা পায়তারি
আর দিনশেষে হিসাব মেলাবার নিঃসঙ্গ প্রচেষ্টা -
এইভাবে চলমান দৈনন্দিন সময়ের ঘড়ি।

গন্তব্যের কম্পাস বিহীন বিশৃঙ্খল প্রবাহে
অনাকাঙ্ক্ষিত উল্টোস্রোতে আনাগোনা
জীবন মাঝি আমার পাবে কি আবার
দূরের ওই বাতিঘরের আলোর নিশানা?


মস্কো ২১শে জানুয়ারি, ২০১৮




স্মৃতির বৃত্তে বন্দী

ঝরা পাতার মত মন আমার
বাতাসের ডানায় ভর করে পৌঁছে গেছে তোমার দাড়কোঠায়,
তুমি হয়ত জানালার ধারে
উদাস মনে আমার অপেক্ষায়।

আজ এই দিনে প্রথম পরিচয়, প্রথম অনুরাগ
চারিদিকে ছিল নিঝুম নিস্তব্ধ জ্যোৎস্না-স্নাত রাত
তোমার চোখে চোখ চেয়ে, তোমার হাতে হাত ধরে
আমার বলাকা মনে তখন সুখের ঝঞ্জাপাত।

সেই রাতে তোমার কোলে মাথা রেখে দেখেছি
রাতের আকাশে দূরের ছায়াপথ
সুদূরের নীল ধ্রুবতার দেশে ছুটেছে
আমাদের ভালবাসার দ্বৈতরথ।

আকাশ জুড়ে বসেছিল হাজার তারার মেলা
দূরের ঝাউ বনে তখন ছিল আলো আঁধারের খেলা
রাতের নিস্তব্ধতা ভেঙ্গে ঝি ঝি পোকার ডাক
দুজনের মনে ভেসেছিল নতুন স্বপ্ন বাসনার ভেলা ।

আজ আবার অনেক বছর পরে
দুজনে মিলে জ্যোৎস্না ছোবার আকাঙ্ক্ষায়
দূরে-বহুদূরে বসে আমি
নির্জনতার মাঝে খুঁজছি তোমায়।

জানি নিশি পেরিয়ে হবে নতুন সূর্যোদয়
পেরিয়ে যাবে আমার সকাল, একাকী বিকেল, নিঃসঙ্গ রাত,
সময়ের সাথে যুদ্ধের মিথ্যে আয়োজনে
প্রতীক্ষার চার দেওয়ালে বন্দীর নিরর্থক সংঘাত।



সিডনি, ১০ই মার্চ ২০১৮




ড. সূর্য কিঙ্কর মজুমদার, সিডনি, অস্ট্রেলিয়া





Share on Facebook               Home Page             Published on: 29-Aug-2019

Coming Events:





A day full of activities, games and fun.







Blacktown Lakemba Mascot