bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












ভালবাসার আধাফোঁটা রজনীগন্ধা
সূর্য কিঙ্কর মজুমদার



জানি রাত্রির তপস্যা ভোরের অরুণ আলোর অঞ্জলি আনবে না
তবুও অনুভূতির নৈঃশব্দ্য ভেঙ্গে বিনিদ্র রজনী প্রেমী হয়ে
উপলব্ধির চৌরাস্তার পাশে কাফেতে বসে রইলাম
এক গোছা রজনীগন্ধা নিয়ে তোমারই অপেক্ষায় -
তুমি এলে না - শুধু আবেগের অভিন্ন অস্তিত্বে পড়ে রইল
শব্দহীন প্রেমময় স্বপ্নিল অঙ্গীকার।

আমার উপবাসী ভালবাসা আজও সতেজে বেঁচে আছে
তোমার মনের ডায়েরির রঙ্গিন পাতার ভেতরে
শুকিয়ে থাকা লাল গোলাপের পাপড়ির মত,
দুর্বোধ্য কষ্টে মন ভারাক্রান্ত হয়
অভিসম্পাত ঘিরে ধরে মনের শিরা-উপশিরা
উপলব্ধির দ্বার-কোঠায় উত্তর খুঁজি -
কেন নিজেকে আমি নৈবেদ্যের মত
নিঃশেষে নিবেদন করে গেলাম।

আজবধি রঙিন স্বপ্নগুলি সযত্নে তুলে রেখেছি
কারুকার্য করা মনের মনি কোঠায়;
জীবন-বৃত্তে শুধু ঘুরে ফিরি আসি অভিকেন্দ্রিক শক্তির টানে -
মনটা আমার চৌরাস্তায় এসে থমকে দাঁড়িয়ে
দিনরাত্রির মত আহ্নিক গতির নিয়ম মেনে
চিরাচরিত ব্যাপ্তিতে তোমার ঠিকানার পথ খোঁজে
জনারণ্যের এই ব্যস্ত শহরে।

তীব্র জ্বালা নিরন্তর জেগে থাকে অশান্ত বিবেকে
অশ্রুহীন অভিমানে আকাশে বিলীন হওয়া নক্ষত্রের ছায়ায়
পরিচিত মুখটি তোমার ক্রমশ হারিয়ে যায় বিস্মৃতির ধূসর মিছিলে
রাতের গভীরে কুয়াশার বাধ ভেঙ্গে অবশেষে বাড়ির পথ ধরি
মনের অজান্তে কাফের টেবিলে পড়ে থাকে খালি কফির কাপগুলি আর
তোমার জন্য আনা আমার ভালবাসার
এক গোছা আধাফোঁটা রজনীগন্ধা আর তার স্বর্গীয় সুগন্ধি।


সিডনি, ৪ ডিসেম্বর ২০১৮




ড. সূর্য কিঙ্কর মজুমদার, সিডনি, অস্ট্রেলিয়া




Share on Facebook               Home Page             Published on: 9-Nov-2020

Coming Events: