bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












শায়লা হাফিজ এর একগুচ্ছ কবিতা (১)


রঙিন
তুমি ছাড়া সহস্র থাকলেও
আমার কেবল তোমাকেই তুমি মনে হয়
মনে হয় সহস্র থাকলেও তোমাকেই ঠিক পাশে চাই
তুমি ছাড়া লক্ষ কোটিও অর্থহীন
অজস্র রঙের ছড়াছড়িতেও তুমি কেবল সেই রঙ
শুধু যেটায় রেঙে উঠি


কালের প্রহসন
সেই কবে....
অশ্রু ছলকে পড়া ক্ষণে
আনমনে
বাতাস বলেছিল,
বালিকা,
হাসি তবু ধরে রেখো ঠোঁটে
সেই কবে....
সেদিকে তাকাই আবার
পিছু ফিরে নিজেকে চিনি না তো আর
সময় কতোটা পেরুলো?
তবুও অশ্রুর দাগ লেগে আছে কপোলে
সময় কি কিছু ভোলে?
প্রসারিত হাসিটাও ম্রিয়মাণ
সেই কবে
সময় এতোটা পেরুলো তবে
বালিকা,
তুমি বড় হবে কবে!


রাঢ়াঙ
আকাশের মত আগ্রহ
জেগে ওঠে মেঘে
পাখির সুখ জাগে পালকে পালকে
অভিমান নামে নাম মেঘ নীল
ঝড়ে টলোমলো রঙহীন ঝিল
সুখেরা সবুজ
এখনো কেউ কি অবুঝ!
যে ডাকে অবিরাম
তার বুকে লেখা আছে ডাক নাম
মনে তবু ঢেউ
বিশ্বাস হেটে হেটে চলে গেলে দূর
হয়ে যাবে আমিও, অপরিচিত কেউ।

এরপর অথবা তারপর
বাগান-বিলাস লতিয়ে যতই সাজাক বাগান
সৌরভ সেখানে কেবলই অভিমান
হেসে বলে যায় বকুল
প্রেমের মত যা কিছু
আজ তার সবটাই ভুল
যে প্রশ্ন ঘুরে আসে
মিশে থাকে
বাতাসে আজকের
আমরা কি কখনো ছিলাম আমাদের?


অনুনাদ
আমাকে সে ডাকলো কেনো?
অমন করে আসলো কেনো?
না তাকিয়েও হাসলো কেনো?
স্বপ্নডানায় উড়লো কেনো?

জড়িয়ে ধরে কাঁদলো কেনো?
জল নেই তবু ভাসলো কেনো?
হাত না ধরেও টানলো কেনো?
আমাকে সে ডাকলো কেনো?

প্রেমে পড়েও ভাবলো কেনো?
সাঁতার জেনেও ডুবলো কেনো?
না ঘুমিয়েও জাগলো কেনো?
আমাকে সে ডাকলো কেনো?

নিয়মনীতি ভাঙ্গলো কেনো?
বলিনি তাও জানলো কেনো?
বিনে সুতায় বাঁধালো কেনো?
আমাকে সে ডাকলো কেনো?

ঘরের স্বপ্ন আঁকলো কেনো?
নিঃশব্দে সাধলো কেনো?
পাশে পাশে হাঁটলো কেনো?
ফিরিয়ে দিলেও ফিরলো কেনো?
সে আমাকে ডাকলো কেনো?




শায়লা হাফিজ, ঢাকা থেকে






Share on Facebook               Home Page             Published on: 22-Nov-2021

Coming Events: