রক্তগোলাপ শাশ্বতী সরকার বিস্ফোরণে নিহত ফিলিস্তিনের সারি সারি শিশুদের মুখ মনে করে
আমাদের কবরে পাঠিয়ে তুমি চেয়েছো এক-একটি নিশ্চিন্ত রাত ঘুমোও, আরো কিছুদিন ঘুমিয়ে নাও, এই মাটির নীচে আমরা হয়ে উঠছি এক-একটা বারুদের স্তুপ বিস্ফোরিত হব যখন একসাথে পারবে তো বাঁচাতে তোমাদের মহান অট্টালিকা আর সুরম্য প্রাসাদ ? ঘুমোও, আরোও কিছুদিন নিশ্চিন্তে ঘুমিয়ে নাও । এরপর তোমাদের কবরে হবে আমাদের মৃত্যুহীন গোলাপের চাষ ।।
|