bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia














গত ১৫ই মে ২০১৫, সিডনি'র দি পন্ডস এ শুরু হলো দাতব্য সংগঠন 'লিসেন ফর ইনক' এর আনুষ্ঠানিক পথচলা। কথা হলো সংগঠনের সভাপতি জনাব ফয়সাল ফরিদ জয়, সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন টিপু এবং ইভেন্ট সমন্বয়কারী মাহমুদ ইমন এর সঙ্গে। তারা জানালেন, সংগঠনটির শুরুর কথা, স্বপ্নের কথা, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা সম্পর্কে।

জনাব আক্তার উদ্দিন টিপু জানান, “আট দশটি গতানুগতিক দাতব্য সংগঠনের চাইতে 'লিসেন ফর ইনক' সম্পূর্ণ আলাদা। আক্ষরিক অর্থেই আমরা চাই আমাদের সাধ্য ও সামর্থ্যের মধ্যে থেকে বাংলাদেশের বঞ্চিত সব পথ শিশুদের জন্য কিছু করতে।” মূলত ছয়জন স্বপ্নদ্রষ্টার স্বপ্নের ফসল আজকের 'লিসেন ফর ইনক'। জনাব ফয়সাল ফরিদ জয় বলেন “বাংলাদেশী পথ শিশুদের শিশু-শ্রম নিরসন, দরিদ্রতা বিমোচন, প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান এই মৌলিক বিষয়গুলো নিশ্চিতকরণের লক্ষে 'লিসেন ফর' কাজ করবে”। এই পর্যায়ে 'লিসেন ফর' সরাসরি সম্পৃক্ত না হয়ে প্রাতিষ্ঠানিক ভাবে অংশিদারিত্ব করবে আরেক আন্তর্জাতিক দাতব্য সংগঠন 'সেভ দা চিলড্রেন' এর সাথে। প্রাথমিকভাবে 'লিসেন ফর' তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ যোগানের চেষ্টা করবে। সাংস্কৃতিক অনুষ্ঠান, ফান্ড রাইসিং ডিনার, জনসচেতনতা, সরাসরি ডোনেশনে অংশগ্রহণ ইত্যাদি আরো বিভিন্ন আয়োজনের মাধ্যমে চলবে এই অর্থ সংগ্রহ। এসব অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ সরাসরি চলে যাবে 'সেভ দা চিলড্রেন' এর বাংলাদেশী শাখায়।

আর এই ধারাবাহিকতায় আগামী ১লা নভেম্বর রবিবার 'লিসেন ফর' পরিবেশন করতে যাছে এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা। তাদের প্রথম পরিবেশনা 'বাংলাদেশ নাইট'। UNSW এর সাইন্স থিয়েটার এ মনোমুগ্ধকর এক অনুষ্ঠান পরিবেশনার জন্য বাংলাদেশ থেকে আসছে স্বনামধন্য সঙ্গীত-আয়োজক ও কণ্ঠশিল্পী ফুয়াদ ও তার দল ( Fuad N Friends ), জনপ্রিয় ব্যান্ড 'অর্থহীন' (সুমন, রাফা) হালের সেনসেশন কনা, দ রক স্টার শুভ এবং ডি জে রাহাত।

অনুষ্ঠানটির পরিসর বাড়াতে 'লিসেন ফর' এর সাথে প্রাতিষ্ঠানিক ভাবে সংযুক্ত হয়েছে বাংলাদেশের বিখ্যাত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান 'Creato'।
অনুষ্ঠান সম্পর্কে মাহমুদ ইমন বলেন, “অনুষ্ঠানটি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া তে অনুষ্ঠেয় বাংলাদেশী কমুনিটির মধ্যে সর্ব বৃহৎ আয়োজন। বৃহৎ পরিসরের এই আয়োজনে যেই পর্যায়ের সাউন্ড, লাইট, ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করা হবে; আমাদের কমুনিটির জন্য তা হবে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা।” তিনি আরো বলেন, “আমরা এই অনুষ্ঠান নিয়ে অনেক আশাবাদী। যেহেতু এটা আমাদের প্রথম আয়োজন আমরা চাইছি এমন কিছু করতে যা আমদের দর্শকদের হৃদয় কে নারা দিয়ে যাবে। তাছাড়া আমাদের যেকোনো আয়োজনই হবে বাংলাদেশের বঞ্চিত পথ-শিশুদের সাহায্য করার উদ্দেশ্যে আর তাই আমদের দর্শকরা একই সাথে দু দুটি ভালো লাগা নিয়ে বাড়ি ফিরবেন ইনশাল্লাহ। প্রথমত তারা একটি মানসম্পন্ন অনুষ্ঠান উপভোগ করবেন দ্বিতীয়ত তাদের ব্যয়-কৃত অর্থ একটি মহত উদ্দেশে ব্যবহৃত হবে।”

“আমি সবার কাছে বিনম্র অনুরোধ করছি আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে আসুন এবং আমাদের ক্ষুদ্র প্রয়াসটুকু সফল করতে সহায়তা করুন”







Share on Facebook               Home Page             Published on: 24-Aug-2015

Coming Events:



A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far