bangla-sydney













রাজশাহী ইউনিভার্সিটি এলামনাই এ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া
বার্ষিক সাধারণ সভা এবং পুনর্মিলনী ২০২৪


প্রেস রিলিজঃ গত ৩০ নভেম্বর ২০২৪ সিডনির ক্যথেরিন পার্ক কমিউনিটিসেন্টার,ওরান পার্কে অনুষ্ঠিত হয়ে গেল রাজশাহী ইউনিভার্সিটি এলামনাই এ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (রুয়া) এর বার্ষিক সাধারণ সভা এবং পুনর্মিলনী। মূলত অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসকারী রাজশাহী ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী ও তাদের পরিবারবর্গ এতে অংশগ্রহণ করেন। এছাড়া ক্যানবেরা ও মেলবোর্ন থেকেও রাবির প্রাক্তনীরা যোগ দিয়ে রুয়ার এই আয়োজনকে আরও বর্ণিল করে তোলেন।

গান, আড্ডা, খেলাধুলা, ক্যাম্পাস জীবনের রঙ্গিন দিনের স্মৃতিচারণের মধ্য দিয়ে দিনটিকে সবাই উপভোগ করেন। সিডনির আবহাওয়ায় মেঘবৃষ্টির লুকোচুরি খেলার সাথে সাথে ওরান পার্কের নির্ধারিত মিলনায়তন প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী ও তাদের পরিবারবর্গ দিয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া’র জাতীয় সঙ্গীত এবং আস্ট্রেলিয়া’র আদিবাসীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। মুল পর্বে অনুষ্ঠান পরিচালনা করেন রুয়া’র সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল খালিদ শুভ। একে একে রাবির প্রাক্তনরা মঞ্চে এসে তাদের অনুভূতির কথা বলেন। কেউ কেউ গান গেয়ে শোনান। নাচ করেন ঐশী। অতিথি শিল্পীদের মধ্যে ছিলেন অনুপম এবং মারিয়া। জিলাপি, সিঙ্গারা, কেক ও চা আপ্যায়নের মধ্য দিয়ে চলতে থাকে পুরনো দিনের গল্প ও আড্ডা।


সাধারণ সম্পাদক জনাব তারিক জামান তুহিন এর পরিচালনায় এবং সভাপতি জনাব জুলফিকার আহমদ এর সভাপতিত্বে এজিএম পর্ব শুরু হয়। জনাব তারিক জামান ও জনাব জুলফিকার আহমদ রাজশাহী ইউনিভার্সিটি এলামনাই এ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (রুয়া) এর সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে উপস্থিত অতিথিদের সাথে মতবিনিময় করেন।

নির্বাচন কমিশনার জনাব সুধীর লোধ এজিএম এর বিধি অনুযায়ী উপস্থিত অতিথিদের সম্মতিতে পরবর্তী দুই বছরের জন্য ২২ সদস্য বিশিষ্ট রুয়া’র নতুন নির্বাহী কমিটি গঠন করে উপস্থিত সবার সাথে পরিচয় করিয়ে দেন।

প্রেসিডেন্ট - জুলফিকার আহমেদ
ভাইস প্রেসিডেন্ট - শহীদ এইচ চৌধুরী তরুন
ভাইস প্রেসিডেন্ট - জুবায়েদুর রহমান টুটুল
ট্রেজারার - ডঃ হেদায়েতুল ইসলাম
জেনারেল সেক্রেটারি - তারিক জামান তুহিন
এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি - শিপন দাস
অরগানাইজিং সেক্রেটারি - আনিসুর রহমান নান্টু
কালচারাল সেক্রেটারি - ফয়সাল খালিদ শুভ
পাবলিকেশন ও কমুনিকেশন সেক্রেটারি - ডঃ অনিতা জাহিদ

রুয়া’র কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দের মধ্যে আছেন ডঃ বদরুল খান, মেসবা হোসেন, খন্দোকার জিয়া হাসান, সুব্রত মজুমদার বাপ্পি, ডঃ ফেরদৌসি জাহান, ডঃ তাহমিনা রেজওয়ান, ফওজিয়া সুলতানা নাজলী, রোকসানা রহমান রাকা, ফারহানা পারভিন সিমি, মমতাজ জাহান চম্পা, সেলিমা রহমান, কাজী জলি ও এমডি সাইফুল ইসলাম।


কেক কাটার মধ্য দিয়ে উৎসবের আবহে নতুন কমিটিকে উপস্থিত সবাই স্বাগত জানান। এরপর এএনজেড ব্যাংক এর সৌজন্যের রাফেল ড্র’র আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের মাঝে তুলে দেন এএনজেড ব্যাংক এর পক্ষ থেকে মিস্টার টুন এবং মহিলাদের বল পাসিং খেলার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জনাব জুলফিকার আহমেদ। এরপর পরিবেশন করা হয় রাতের খাবার। সবশেষে প্রেসিডেন্ট জনাব জুলফিকার আহমেদ উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষণা করেন।









Share on Facebook               Home Page             Published on: 5-Dec-2024

Coming Events: