সিডনিতে রংধনুর বার্ষিক ট্যালেন্ট এওয়ার্ড ২০২৩ অনুষ্ঠিত
 রংধনু প্রেস রিলীজঃ প্রতিবছরের মতো এবছরও রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেছে। রংধনুর উদ্যোগে গত ১১ই নভেম্বর রোজ শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় সিডনির বাংলা টাউন-খ্যাত লাকেম্বার সিনিয়র সিটিজেন সেন্টারে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন রংধনুর বর্তমান প্রেসিডেন্ট আয়েশা আহমেদ।অনুষ্ঠানের শুরুতে কোর আন তেলাওয়াত করে শাফিন জামান, বাংলা গানের তালে তালে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে অপ্সরা ও আরিয়ানা এবং মনোমুগ্ধকর গান পরিবেশন করে উষ্ণ।অনুষ্ঠানে প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের এমপি সোফী কসটি এবং কাউন্সিলর কার্ল সালেহ ও সয়াবিন ফারুকী । ২০২৩ সালের বিভিন্ন পরীক্ষার উপর ভিত্তি করে সাতটি ক্যাটাগরিতে সর্বমোট ৩৬ জনকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন রংধনু পরিবারের সদস্য লিংকন শফিকউল্লাহ এবং সহযোগিতায় ছিলো সাদীয়া, আরিয়ানা, অপ্সরা ও ঈশিকা।

 অনুষ্ঠানের প্রথম পর্বে NAPLAN year 3 এবং OC ক্যাটাগরির অ্যাওয়ার্ড প্রদান করেন কার্ল সালেহ্ এবং সিলেক্টিভ স্কুল ও অন্যান্য স্টুডেন্টদের অ্যাওয়ার্ড প্রদান কাউন্সিলর সাবরীন ফারুকী।

 এবারের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার পেছনে অসাধারণ পরিশ্রম করেন রংধনু পরিবারের অন্যতম সদস্য আব্দুল মোতালেব, ওহাব মিয়া, লিংকন শফিকউল্লাহ, শামসুজ্জামান শামীম, নাফিস খন্দকার, সাইদুল হক মিটুল, মশিউর বাবু, পলি আহমেদ, রানা শরীফ এবং জোবায়ের রশিদ জামী।
সবশেষে রংধনুর সাধারণ সম্পাদক খন্দকার আহসান প্রিন্স ধন্যবাদ বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 |