bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












রংধনু প্রেস রিলিজ
সিডনিতে রংধনুর বার্ষিক ট্যালেন্ট এওয়ার্ড
প্রোগ্রাম ২০২০-২১ অনুষ্ঠিত


গত ১৮ই ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হল “রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি ইনক” এর ১২ তম বার্ষিক ট্যালেন্ট এওয়ার্ড নাইট ২০২০-২০২১। উল্লেখ্য করোনার কারণে ১১তম অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে সিডনির বাংলা-টাউন নামে খ্যাত ল্যাকেম্বা সিনিয়র সিটিজেন সেন্টারে। যদিও করোনা-জনিত কারণে এবার সীমিত সংখ্যক অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছিল তথাপি সিডনিতে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেমেয়েদের মাঝে অনেক আনন্দ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্ধারিত সময়ে কোরআন তেলাওয়াত এবং বিজয়ী ছাত্র-ছাত্রীদের কণ্ঠে বাংলাদেশী এবং অস্ট্রেলিয়ান জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সকলের উদ্দেশ্যে স্বাগত-বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জনাব এম এ ওহাব মিয়া।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিহাদ দিব এমপি (ল্যাকেম্বা), কাউন্সিলর কার্ল সালেহ (ক্যান্টারবারি-বাঙ্কসটাউন), অ্যাওয়ার্ড বিজয়ী এবং তাদের পরিবারের সদস্য সহ সংগঠনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানের প্রধান উপস্থাপক হিসেবে ছিলেন ফারিহা নাজিম, সহযোগিতায় ছিলেন অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের তরুণ ফারহান শফিক, আয়ান হক এবং রাফসান খন্দকার।

এবছর সর্বমোট ৩৫ জন ছাত্র-ছাত্রী সহ ২ জন বিশেষ ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রফেশনাল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয় জনাব শামীম শামসুজ্জামানকে। তিনি র্যা ন্ডউইক সিটি কাউন্সিল এর প্রফেশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত। উনার কাজের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তিনি Local Government NSW (LGNSW) কর্তৃক আয়োজিত “Louise Petchell Memorial Award for Individual Sustainability” লাভ করেন। উল্লেখ্য এই অ্যাওয়ার্ডটির জন্য প্রতিবছর NSW এর সমস্ত সিটি কাউন্সিলের মধ্যে থেকে প্রতিযোগিতার মাধ্যমে একজনকে নির্বাচন করা হয়। জনাব শামীম শামসুজ্জামান রংধনুর একজন প্রাক্তন সভাপতি। রংধনুর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত করা হয় সংগঠনের প্রকাশনা সম্পাদক জনাব মশিউর রহমান বাবুকে। এবছর এইচএসসি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পান যথাক্রমে নাতাশা হোসেন এবং রাইয়ান আহমেদ। ওরা দুজনেই এখন মেডিসিনে পড়াশোনা করে।


এবছর অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর Bluesky Property Builders ছাড়াও অন্যান্য স্পন্সররা হল, Canterbury Bankstown City Council, Delta Landscapes, Mortgage Hut, Linkers Finance, Hut-Bazar, Top up Plaza (money transfer), Sapid Burgers and Desserts, Aus Printing এবং Kazi & Associates. সার্বিক সহযোগিতার জন্য সভাপতি এবং সাধারণ সম্পাদকের পক্ষ থেকে সকল স্পন্সরদের ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ফারিহা নাজিম এবং নৃত্য পরিবেশন করে নাফিউ আহসান অপ্সরা। সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক জনাব লিনকন শফিকুল্লাহ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।










Share on Facebook               Home Page             Published on: 28-Feb-2022

Coming Events: