bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












সুন্দর ফন্টের জন্য SolaimanLipi ডাউনলোড করে নিন...

রংধনু'র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান


প্রেস রিলিজঃ অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান Rongdhanu Ausbangla Cultural Society Inc. প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে। সিডনীর বাঙ্গালী অধ্যুষিত অন্যতম এলাকা ল্যাকেম্বা কেন্দ্রিক এ সংগঠনটি বিগত ৫ বছর ধরে নিয়মিত আয়োজন করে আসছে AFK international Pty. Ltd. Family Needs এবং Canterbury City Council এর সহযোগিতায় Annual Talent Award program. শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জনকারীদের মাঝে বিতরণ করা হয় এ পুরস্কার। সেই ধারাবাহিকতায় এ বছরও আয়োজনটি করা হয় গত ২১ জুন ২০১৪, Lakemba Senior Centre এ। হালকা কুয়াশার চাদরে ঢাকা এ দিনের শীত সন্ধ্যায় সিটি সেন্টার পরিপূর্ণ ছিল পুরস্কার বিজয়ী, অভিভাবক, অতিথি এবং অন্যান্য দর্শকবৃন্দের দৃপ্ত পদভারে।

অনুষ্ঠানের প্রধান অতিথি Canterbury City Council এর মেয়র- Mr. Brian Robson এর আগমনের সাথে সাথে পবিত্র কোরান থেকে তিলাওয়াত এবং পরপরই অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে সূচিত হয় অনুষ্ঠানের।

আয়েশা আহমেদ এবং মোস্তফা আনোয়ার পাশার অনবদ্য উপস্থাপনায় এগিয়ে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় কিছু গান শুনিয়ে দর্শকদের অভিভূত করেন মুস্তারিন শুভ্রা, ফারিয়া আহমেদ এবং লুনিয়া আহমেদ। নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন অর্পিতা সোম, সামারা, সানজানা ও আনিকা রাব্বানী। স্বপ্নিল বেহালার মূর্ছনার সাথে স্বরচিত কবিতা পাঠ করেন সংগঠনের প্রকাশনা সম্পাদক এবং মোস্তফা আনোয়ার পাশা ।

রাতে খাবার বিরতির পর রংধনুর সভাপতি জনাব শামীম সামসুজ্জামান এর সভাপতিত্বে শুরু হয় প্রতিভাবানদের মাঝে পুরস্কার বিতরণ পর্ব। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন- ক্যান্টারবেরী সিটি কাঊন্সিলের মেয়র মিঃ ব্রায়ান রবসন, মহান মুক্তিযুদ্ধের বিশিষ্ট শব্দ সৈনিক, বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কণ্ঠ শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, তাঁর স্ত্রী দীপ্তি রাজ বংশী এবং রংধনুর সাবেক সভাপতি জনাব আব্দুল মোতালেব। সভাপতি তার বক্তৃতায় AFK international Pty এর সত্ত্বাধিকারী জনাব আবু কাইায়ুম খানসহ সকল স্পন্সরদের বিশেষ ধন্যবাদ জানান। তিনি আরও ধন্যবাদ জানান সিডনীর সকল মিডিয়াকে, বিশেষ করে যারা রংধনুর বিজ্ঞাপন এবং খবর প্রচার করে মেধাবীদের খুঁজে বের করতে সাহায্য করেছেন। সাথে সাথে তিনি রংধনুর সকল সদস্যদের, বিশেষ করে সাধারণ সম্পাদক জনাব MA Wohab Miah, সহসভাপতি Ayesha Ahamed, ট্রেজারার Nafis Ahamed Khondker, সাংস্কৃতিক সম্পাদক Kazi Zakaria Arif, প্রকাশনা সম্পাদক Mostafa Anowar Pasha, সদস্য Abdul Motaleb, Azad Abul Kalam, Munir Rahman, Abul Kalam Azad (Khokon), Shahin Akter Swarna এবং Lincoln Shafiqullah কে অক্লান্ত পরিশ্রম করে সুন্দরভাবে অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। প্রতি বছরের মত এবারও সাংগঠনিক কাজের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সংগঠনের সদস্যদের মধ্যে থেকে জনাব Azad Abul Kalam কে Presidential Award 2014 প্রদান করেন।

অনুষ্ঠানের মূল পর্ব পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করে Malek Fhad Islamic School এর দুই কৃতি-ছাত্রী Nashita Wohab এবং Mehek Rahaman , সহযোগিতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব এম, এ ওহাব মিয়া। ক্যান্টারবেরী সিটি কাঊন্সিলের মেয়র মিঃ ব্রায়ান রবসন একে একে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয় বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডঃ নিজাম আহমেদকে। জনাব নিজাম সিডনী বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিজ্ঞানী ’ডাবল হ্যাপ্লয়েড’ পদ্ধতিতে গমের ৬ টি নতুন জাত উন্নয়নকারী গবেষক দলের নেতৃত্বদান করছেন। গমের নতুন জাত উদ্ভাবনের সময় দশ বছর থেকে কমিয়ে ৭ বছরে নামিয়ে আনায় বিশ্বের নামী গম বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান সমূহ এখন এ পদ্ধতি ব্যবহার করছে।

সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ রংধনুর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় এ এফ কে ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী জনাব আবু কাইয়ুম খানকে।

নৃত্য কলায় অবদানের স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট নৃত্যশিল্পী , সিডনীতে কল্পতরু নামের একটি নাচের স্কুল পরিচালনাকারী অর্পিতা সোমকে পুরস্কৃত করা হয়।

এ ছাড়াও ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানের সম্মানিত অতিথি, মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক, বিশিষ্ট লোক সংগীত শিল্পী অধ্যাপক ইন্দ্রমোহন রাজবংশীকে। তিনি তাঁর বক্তৃতায় পুরস্কার প্রাপ্ত সবাইকে অভিনন্দন জানান এবং সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার আহবান জানান।

প্রথমবারের মত রংধনু তাদের নিজস্ব ব্যবস্থাপনায় সাউন্ড সিস্টেম ব্যবহার করে অনুষ্ঠান করেন এবং শব্দ নিয়ন্ত্রণের গুরু দায়িত্ব টি সফলভাবে পালন করেন সংগঠনের কালচারাল সেক্রেটারি জনাব কাজী জাকারিয়া আরিফ।

সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চমৎকার সংগীত পরিবেশন করেন রুহুল। শেষ পর্যন্ত দর্শক মনোযোগ সহকারে সাংস্কৃতিক পর্বটি উপভোগ করেন।



কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ





Share on Facebook               Home Page             Published on: 1-Aug-2014

Coming Events:





A day full of activities, games and fun.







Blacktown Lakemba Mascot