bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন



রোহিঙ্গা জনগোষ্ঠীর সমর্থনে সিডনীতে প্রবাসী বাংলাদেশীদের
আলোচনা সভা এবং দোয়া মাহফিল




আলতাফ হোসেনঃ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্তে অবস্থিত মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের উপর চলমান সরকারী গণহত্যা এবং জাতিগত নিধনের নৃশংস ঘটনার প্রতিবাদে অস্ট্রেলিয়াস্ত প্রবাসী বাংলাদেশীদের সামাজিক সংগঠন ‘কেয়ার বাংলাদেশ অস্ট্রেলিয়া’র আয়োজনে সিডনীতে এক প্রতিবাদ সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ নভেম্বর রবিবার বিকেল পাঁচটায় লাকেমবা এলাকায় লেবানিজ মুসলিম এসোসিয়েশন মিলনায়তনে এ সমাবেশ সম্পন্ন হয়েছে। এসময় বিপুল উপস্থিতির সামনে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ এবং প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশের আলোচকবৃন্দ রোহিঙ্গা শিশু-নারী-পুরুষ নির্বিশেষে নির্যাতিত মানুষদের প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের নিষ্ক্রিয় এবং অমানবিক ভূমিকার সমালোচনা করেন। তারা বলেন, বাংলাদেশ সরকার প্রতিবেশী রোহিঙ্গা শরণার্থীদের প্রতি অমানবিক আচরণ করছে। অথচ জাতিসংঘ এবং অন্যান্য দেশের সহায়তায় এ সমস্যার সুষ্ঠু সমাধানে আমাদের দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে। আলোচকবৃন্দ প্রত্যাশা করেন, বর্তমান পৃথিবীর অন্যতম নির্যাতিত এবং অসহায় এ জনগোষ্ঠীটির উপর চলমান জাতিগত নিধন কার্যক্রম বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলো এগিয়ে আসবে। তারা ব্যক্তিগত এবং সামাজিক পর্যায়ে রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসার জন্য সবাইকে আহবান জানান। রোহিঙ্গা শরণার্থী নেতৃবৃন্দও তাদের বক্তব্যে বাংলাদেশী উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই চূড়ান্ত অসহায় সময়ে যখন পৃথিবী-বাসী তাদের কথা ভুলে গিয়েছে তখন এ ধরণের সমাবেশ এবং সহানুভূতি অনেক আশার সঞ্চার করে।



কেয়ার বাংলাদেশ অস্ট্রেলিয়া’র নেতা জাকির হোসাইন শিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. রশিদ রাশেদ, ইসলামিক প্র্যাকটিস এন্ড দাওয়াহ সার্কেল অস্ট্রেলিয়ার নেতা আবদুল গণি চৌধুরী এবং মুহাম্মদ মাহমুদ আলম, ইসলামিক কালচার এন্ড প্রোপাগেশন সেন্টার অস্ট্রেলিয়ার নেতা মোহাম্মদ দবিরউদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ডা. মোদাসসের হোসাইন এবং ডা. সাইফুদ্দিন আহমেদ, ওলামা পরিষদ অস্ট্রেলিয়ার নেতা মাওলানা ফেরদাউস আলম, কেয়ার বাংলাদেশ অস্ট্রেলিয়ার নেতা প্রকৌশলী আলতাফ হোসাইন এবং প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ, ব্রিসবেন ইসলামিক এডুকেশন সেন্টারের পরিচালক ড. আবদুল কুদ্দুস আল-আযহারী, রোহিঙ্গা মুসলিম এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট আনোয়ার শাহ, রোহিঙ্গা জনগোষ্ঠীর নেতা নুরুল কবির প্রমুখ। অনুষ্ঠানে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চলমান নির্যাতনের উপর একটি সংক্ষিপ্ত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অত্যাচারিত জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা জানিয়ে আসিফ ইকবাল এবং তাওফিক আহমেদের যৌথ কবিতা আবৃত্তি এবং সঙ্গীতের সাংস্কৃতিক উপস্থাপনা এ সময় সবাইকে আলোড়িত করে। এছাড়াও উপস্থিত দর্শকদের সম্মুখে মায়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থী মোহাম্মদ হোসেন তাঁর ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি তুলে ধরেন। সমাবেশের সমাপ্তিতে রোহিঙ্গাদের জন্য দোয়া পরিচালনা করেন জনাব আবদুল গণি চৌধুরী।





Share on Facebook               Home Page             Published on: 30-Nov-2016

Coming Events:





A day full of activities, games and fun.







Blacktown Lakemba Mascot