bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













রেমিয়ানস অস্ট্রেলিয়ার ঈদ পুনর্মিলনী ২০২৫



প্রেস বিজ্ঞপ্তিঃ ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ৫২ একরের সবুজ চত্বরে গড়ে ওঠা ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রেমিয়ানস অস্ট্রেলিয়া এর আয়োজনে গত রবিবার, ৬ এপ্রিল, সিডনির কার্নেল বীচে অনুষ্ঠিত হলো এক আনন্দঘন, প্রাণবন্ত ও পারিবারিক ঈদ মিলন মেলা “Remians Australia Eid Reunion – 2025”.

সিডনি শহরের বিভিন্ন প্রান্ত থেকে রেমিয়ানরা তাদের পরিবারসহ অংশগ্রহণ করেন এই আয়োজনে। শুধু সিডনি নয়, ক্যানবেরা থেকেও দীর্ঘ পথ পাড়ি দিয়ে কয়েকটি রেমিয়ান পরিবার অংশগ্রহণ করেন আনন্দ ভাগাভাগি করতে।

দিনব্যাপী চলা এই মিলনমেলায় ছিল ঈদের আড্ডা, বাচ্চাদের খেলাধুলা, মহিলাদের জন্য মিউজিকের সাথে পিলো পাস খেলা, এবং “ওয়ান-ডিশ পার্টি”-র আয়োজন; যেখানে প্রত্যেক পরিবার তাদের ঘরে তৈরি করা বিশেষ খাবার নিয়ে এসেছিল। এই দিনটি খাবার, স্মৃতিচারণ এবং হাসির রোলেঘেরা এক রঙিন মিলনস্থলে পরিণত হয়।

সাজসজ্জা ছিল নজরকাড়া। রেমিয়ানস ব্যানার, ফেস্টুন, ফটো বুথসহ নানা উপকরণে রঙিন হয়ে উঠেছিল পুরো এলাকা। পথচারী ও দর্শনার্থীদেরও দৃষ্টি আকর্ষণ করেছিল এই আয়োজন।


দিনশেষে খেলাধুলা ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের সম্মানিত সভাপতি ড. মোহাম্মদ শাহরিয়ার। তিনি তাঁর সমাপনী বক্তব্যে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে, বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন রেমিয়ান নাফিজ রহমান, মাহমুদুল হাসান তুষার, রাসেল ইসলাম, মোহাম্মদ মামুন, আবু বাকের সিদ্দিক, সোহেল খন্দকার, সালেহ আহমেদ শোয়েব এবং সিরাজুম মনির-কে, যারা অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়া, ড. মোহাম্মদ শাহরিয়ার-এর সহধর্মিণী ড. রুমানা আফরোজ-এর উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায়, অনুষ্ঠানে আগত রেমিয়ান সহধর্মিণীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন রেমিয়ান সালেহ আহমেদ শোয়েব ও সিরাজুম মনির। অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ শুভ।

এই দিন রেমিয়ানরা কেবল পারিবারিক আনন্দই ভাগাভাগি করেননি, বরং কলেজ জীবনের গল্প-স্মৃতি এবং পারস্পরিক ভালোবাসার বন্ধনও দৃঢ় করেছেন।

রেমিয়ানস অস্ট্রেলিয়া ভবিষ্যতে এমন আরও আন্তরিক, উৎসবমুখর আয়োজনে প্রবাসী রেমিয়ানদের ঐক্য, ভ্রাতৃত্ব ও ভালোবাসাকে আরও গভীর করবে এমনটাই প্রত্যাশা সবার।










Share on Facebook               Home Page             Published on: 7-Apr-2025

Coming Events: