মৃত্যু থেকে জীবন রিয়াজ হক
মৃত্যু কি দাঁড়ি, কমা, সেমিকোলন? জীবনের সাথে আড়ি বাঁধা-বন্ধনহীন;
শব্দহীন নিশির শিশির অনালোকিত নক্ষত্র শূন্য পাখীর নীড় উদ্ভিদের মৌনব্রত?
জীবন থেমে যায় শেষ হয়েও হয়না শেষ অন্তহীন কালের দায় ঘটবে আবার জীবনের উন্মেষ।
কথা থাকে, থাকে স্মৃতি ঘুরে ফিরে গল্প অনাদি দুঃখ-সুখ প্রেম-প্রীতি জমে যাওয়া স্বপ্ন নির্বিবাদী;
শ্বাসে ও আশ্বাসে শ্রবণে ও ঘ্রাণে অথৈ অতল বিশ্বাসে মৃত্যুহীন জীবনের মানে,
খুঁজে পেতে হাঁটি জল-হাওয়া-মাটি।।
এপ্রিল ২০২১
 রিয়াজ হক, সিডনি, অস্ট্রেলিয়া
|