দরোজাটা খুলতে চাই রিয়াজ হক
দরোজাটা বন্ধ, নিস্তব্ধ নিথর চারপাশ মৃত-পুরি শুনশান, জলে ও হাওয়ায় বিষণ্ণতার জ্বর তারপরও খুঁজে ফিরি প্রাণ!
বন্ধ দরোজার চাবি খুঁজি মরা ডালে সবুজের বুদ্বুদ হাওয়ার অনুভব সোজাসুজি তারপরও কে জানে কেন এত প্রতিরোধ!
বন্ধ দরোজার ঐ পাশে মিলে মিশে আছে ভবিষ্যৎ এ পাশে ভুলের চরম সর্বনাশে ভেসে গেছে লোকালয়, জনপদ।
বুঝ কি বুঝ না আসো, অবোধের প্রাচীর ঠেলে হাত ধরে, এক পা দু’পা দেখি না ওপাশে কি মেলে!
এ পাশ তো দেখা হল প্রচুর ও পাশে না দেখার অপার আয়োজন গানে গানে বানী ও ছন্দের নবীন সুর জীবনের নতুন প্রেম ও বন্ধন।
আশায় বসতি, আশায় বেঁচে থাকা আলো চাই, আলোয় স্নান কাননে কুসুমে নতুনের ছন্দ মাখা জীবনের অভিযান।
ফেব্রুয়ারি ২০২১
 রিয়াজ হক, সিডনি, অস্ট্রেলিয়া
|