bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Sydney
এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিনকাঁপন
রিয়াজ হক


(এক)
কাঁপে বনস্পতি, কাঁপে ফুল
কেঁপে উঠে জীবনের যত ভুল ।
কাঁপে চিবুক, কাঁপে চোখ
অশ্রু ভরা জীবনের যত শোক ।
কাঁপে শরীর, কাঁপে মন
এ কোন সুখের প্রস্রবণ !
কাঁপে পথ, কাঁপে নদী
এ কাঁপন যেন নিরবধি ।।


(দুই)
একটু ছোঁয়া, একটু দৃষ্টি
বড়দের চোখে সে তো মহা অনাসৃষ্টি;
কাঁপে ভুরু, কাঁপে চোখ
চোখের পাতা, আঙুলের নোখ ।
কাঁপে হাত, কাঁপে পা
কেঁপে উঠে রোদ্দুর খাঁ খাঁ;
কাঁপে ঠোঁট, কাঁপে হৃদয়
প্রেমে পড়ার দুরন্ত দুঃসময় ।


(তিন)
কেঁপে উঠে পুরাতন স্মৃতি
আবেগ, স্বপ্ন ও জীবনের রীতি;
পুরনো প্রথম চুমুর ছোঁয়া
মুখোমুখি দু কাপ চায়ের ধোঁয়া ।
শিশুর নরম ঠোটের অতৃপ্ত আদর
রোদে মেলা আকাশ নীল স্বপ্নের চাদর;
এমন কত পুরনো হাসি ও গান
কেঁপে উঠে, ছুঁয়ে যায় নির্জীব প্রাণ ।


(চার)
কাঁপে বোধ, কাঁপে বিশ্বাস
কেঁপে উঠে অবিরত সরল নিঃশ্বাস ।
পুরনো আচার, অমোঘ নীতি
কেঁপে উঠে অবিশ্বাসে পুরনো ভীতি ।
পুরনো জীবনের সনাতন ধারনা
কেঁপে উঠে ভেঙ্গে যায়, যেন কাচের আয়না ।
কাঁপে আদিম ধ্যান , রুচি ও সংস্কার
কেঁপে ভেঙে গড়ে উঠে নতুন জীবন ও সংসার;
তোমার, আমার ।রিয়াজ হক, সিডনি


Share on Facebook                         Home Page                            Published on: 30-Dec-2017